menu-iconlogo
huatong
huatong
Şarkı Sözleri
Kayıtlar

হাসতে দেখো, গাইতে দেখো

অনেক কথায় মুখর আমায় দেখো,

দেখো না কেউ হাসি শেষে নীরবতা।

হাসতে দেখো, গাইতে দেখো

অনেক কথায় মুখর আমায় দেখো,

দেখো না কেউ হাসি শেষে নীরবতা।

বোঝে না কেউ তো চিনলো না

খোঁজে না আমার কি ব্যথা,

চেনার মতো কেউ চিনলো না

এই আমাকে।

আমার সুরের বুকে কান্না লুকিয়ে থাকে

আমার চোখের কোণে নোনা ছবি আঁকে,

আমার গল্প শুনে হয় আলোকিত উৎসব

গল্প শেষে আমি আঁধারের মতো নীরব,

নিজেকে ঢেলে আমি কত সুখ দিলাম ..

বোঝে না কেউ তো চিনলো না

খোঁজে না আমার কি ব্যথা,

চেনার মতো কেউ চিনলো না

এই আমাকে।

Somlata Acharyya Chowdhury'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin

Somlata Acharyya Chowdhury, Haste dekho - Sözleri ve Coverları