menu-iconlogo
huatong
huatong
avatar

Ali Special Valobashi Oi Shobuj Mela

Soulshuatong
🌷ALi_______🎹🎹ˢˢᴮ🌷huatong
Şarkı Sözleri
Kayıtlar
ভালোবাসি ঐ সবুজ মেলা

ভালোবাসি ঐ সবুজ মেলা

প্রান জুড়ানো তার শ্যামল ছায়া

মন মাতানো বাঁশির সুরে

প্রিয় লোকালয় আসে ফিরে

সেখানে - ঝিরঝির বাতাসে,রোদেলা দুপুরে,সুর তুলে নূপুরে,চারিদিকে

পায়ে চলা মেঠোপথ দুই ধারে কাশবন

দোলা দেয় মনে

ভালোবাসি ঐ সবুজ মেলা

প্রান জুড়ানো তার শ্যামল ছায়া

মন মাতানো বাঁশির সুরে

প্রিয় লোকালয় আসে ফিরে

রিমঝিমঝিম বৃষ্টি ভালো লাগে

আলতো ছোঁয়া তার ভালো লাগে

ভালো লাগে একা একা

স্মৃতি নিয়ে শুধু খেলা করা

সেখানে-থৈ থৈ দুপুরে,ছবি আঁকা সাতরে,জুঁই ফুল হাসে,চারিদিকে

পায়ে চলা মেঠোপথ দুই ধারে কাশবন

দোলা দেয় মনে

ভালোবাসি ঐ সবুজ মেলা

প্রান জুড়ানো তার শ্যামল ছায়া

মন মাতানো বাঁশির সুরে

প্রিয় লোকালয় আসে ফিরে

ভালো লাগে ক্লান্তিতে

চৈতি রাতে ঘরে ফেরা

খোলা মাঠে ভালো লাগে

জোনাকি নিয়ে খেলা করা

সেখানে-ঝলমল বিকেলে,ঘুড়ি ওড়ে আকাশে,এক্কা দোক্কা,চারিদিকে

পায়ে চলা মেঠোপথ দুই ধারে কাশবন

দোলা দেয় মনে

ভালোবাসি ঐ সবুজ মেলা

প্রান জুড়ানো তার শ্যামল ছায়া

মন মাতানো বাঁশির সুরে

প্রিয় লোকালয় আসে ফিরে

সেখানে - ঝিরঝির বাতাসে,রোদেলা দুপুরে,সুর তুলে নূপুরে,চারিদিকে

পায়ে চলা মেঠোপথ দুই ধারে কাশবন

দোলা দেয় মনে

ভালোবাসি ঐ সবুজ মেলা

প্রান জুড়ানো তার শ্যামল ছায়া

মন মাতানো বাঁশির সুরে

প্রিয় লোকালয় আসে ফিরে

ব্যান্ড – সোলস

এ্যলবাম – এ এমন পরিচয়

Souls'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin