menu-iconlogo
huatong
huatong
souls-piyashi-mon-cover-image

Piyashi Mon

Soulshuatong
_Sommo_huatong
Şarkı Sözleri
Kayıtlar

পলাতক হৃদয়ে ভাসে কার ছবি

সহসায় এলোমেলো যেন হয় সবই

ভুলে জীবনের চেনা বাঁধন

মনে জাগে আজ কেনো আলোড়ন

কি যে চায় এই মন

কি খোঁজে সারাক্ষণ

আমার পিয়াসী মন

পলাতক হৃদয়ে ভাসে কার ছবি

সহসায় এলোমেলো যেন হয় সবই

ভুলে জীবনের চেনা বাঁধন

মনে জাগে আজ কেনো আলোড়ন

কি যে চায় এই মন

কি খোঁজে সারাক্ষণ

আমার পিয়াসী মন

Classical Smule Singer (CSS)

কে যেন কানে কানে বলে

দাও সাড়া দাও সবই ভুলে

মনেরই পরিচিত বাঁকে

থমকে দাঁড়ালাম পিছু ডাকে

ভুলে জীবনের চেনা বাঁধন

মনে জাগে আজ কেনো আলোড়ন

কি যে চায় এই মন

কি খোঁজে সারাক্ষণ

আমার পিয়াসী মন

হৃদয়ে রিনিঝিনি বাজে

খেয়ালী কোন সুর ফিরে ফিরে

আমায় নিয়ে চলে দুরে

অজানা কোনো এক লোকালয়ে

ভুলে জীবনের চেনা বাঁধন

মনে জাগে আজ কেনো আলোড়ন

কি যে চায় এই মন

কি খোঁজে সারাক্ষণ

আমার পিয়াসী মন

পলাতক হৃদয়ে ভাসে কার ছবি

সহসায় এলোমেলো যেন হয় সবই

ভুলে জীবনের চেনা বাঁধন

মনে জাগে আজ কেনো আলোড়ন

কি যে চায় এই মন

কি খোঁজে সারাক্ষণ

আমার পিয়াসী মন

Thanks For Like

Souls'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin