menu-iconlogo
huatong
huatong
avatar

E Raat Jaga Pakhi

Srikanta Acharya/Sadhna Sargamhuatong
p.mcfarlane16huatong
Şarkı Sözleri
Kayıtlar
এই রাত জাগা পাখি,

কি গান যায় শুনিয়ে

আসে ফিরে ফিরে তোমারই ইশারা

এই রাত জাগা পাখি,

কি গান যায় শুনিয়ে

আসে ফিরে ফিরে তোমারই ইশারা

ঐ জোৎস্না ভেজা তোমার হাতছানি

শোনায় কত কথা মিটি মিটি তারা।

উদাসী হাওয়ায় হৃদয় উন্মন

মনে আসে যত কথা বলা বাকি।

পাই ফিরে ভালোবাসার এই মন

রামধনু রঙে কত ছবি আঁকি।

এই রাত জাগা পাখি,

কি গান যায় শুনিয়ে

আসে ফিরে ফিরে তোমারই ইশারা

ঐ জোছনা ভেজা তোমার হাতছানি

শোনায় কত কথা মিটি মিটি তারা।

সারাবেলা যত সাধ থাকে গোপন

মায়াবি রাতে এসে দেয় সে উঁকি।

হারানো কত স্মৃতি আসে ফিরে

ভরে যায় জীবনের অনেক ফাঁকি।

ঐ জোৎস্না ভেজা তোমার হাতছানি

শোনায় কত কথা মিটি মিটি তারা।

এই রাত জাগা পাখি,

কি গান যায় শুনিয়ে

আসে ফিরে ফিরে তোমারই ইশারা।

ঐ জোৎস্না ভেজা তোমার হাতছানি

শোনায় কত কথা মিটি মিটি তারা।

Srikanta Acharya/Sadhna Sargam'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin