menu-iconlogo
huatong
huatong
avatar

Bandhu Tomar Pather Sathi Ke

Srikanto Acharyahuatong
monetamhuatong
Şarkı Sözleri
Kayıtlar
বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও

মনের মাঝেতে চিরদিন তাকে ডেকে নিও

ভুলো না তারে ডেকে নিতে তুমি

বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও

মনের মাঝেতে চিরদিন তাকে ডেকে নিও

ভুলো না তারে ডেকে নিতে তুমি

বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও

মনের মাঝেতে চিরদিন তাকে ডেকে নিও

খুশির খেয়ালে পাল তুলে যেও চিরদিন

হাসি আর গানে শোধ করে যেও যতো ঋণ

স্মৃতির পটেতে যতো ব্যথা আছে ভুলে যেও

ভুলো না তারে ডেকে নিতে তুমি

বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও

মনের মাঝেতে চিরদিন তাকে ডেকে নিও

সমুখে রয়েছে পথ চলে যাও চলে যাও

পিছনে যা কিছু টানে ফেলে যাও ফেলে যাও

সমুখে রয়েছে পথ চলে যাও চলে যাও

পিছনে যা কিছু টানে ফেলে যাও ফেলে যাও

আলোর পরশে ভোর হয়ে যাবে এই রাত

কোনদিন ভুলে ছেড়ো না তো তুমি এই হাত

ফুল হারানো দিনে তাকে তুমি সাথে নিও

ভুলো না তারে ডেকে নিতে তুমি

বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও

মনের মাঝেতে চিরদিন তাকে ডেকে নিও

ভুলো না তারে ডেকে নিতে তুমি

বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও

Srikanto Acharya'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin

Srikanto Acharya, Bandhu Tomar Pather Sathi Ke - Sözleri ve Coverları