গান: তুই ফেলে এসেছিস কারে
শিল্পী: জয়িতা ঘোষ নিয়োগী
ট্র্যাক: শুভদীপ
কারাওকে: Stk
==============
তুই ফেলে এসেছিস কারে,
মন, মন রে আমার
তাই জনম গেল শান্তি পেলি না রে
মন, মন রে আমার
তুই ফেলে এসেছিস কারে,
মন, মন রে আমার।
Track by:Subhadip
Follow: Subhadip_stk
যে পথ দিয়ে চলে এলি
সে পথ এখন ভুলে গেলি রে
যে পথ দিয়ে চলে এলি
সে পথ এখন ভুলে গেলি রে
কেমন করে ফিরবি তাহার দ্বারে
মন, মন রে আমার।
তুই ফেলে এসেছিস কারে,
মন, মন রে আমার..।
আপনাদের ভালোলাগা আমার সার্থকতা
সকলে ভালো থাকবেন
Track by: Subhadip
নদীর জলে থাকি রে, কান পেতে,
কাঁপে যে প্রাণ পাতার মর্মরেতে..
নদীর জলে থাকি রে, কান পেতে..,
কাঁপে যে প্রাণ পাতার মর্মরেতে
মনে হয় যে পাব খুঁজি
ফুলের ভাষা যদি বুঝি রে..
মনে হয় যে পাব খুঁজি
ফুলের ভাষা যদি বুঝি রে..
যে পথ গেছে সন্ধ্যাতারার পারে
মন, মন রে আমার,
তুই ফেলে এসেছিস কারে,
মন, মন রে আমার,
তাই জনম গেল শান্তি পেলি না রে
মন, মন রে আমার
তুই ফেলে এসেছিস কারে,
মন, মন রে আমার।
==== সমাপ্ত ====
ধন্যবাদ সবাইকে