menu-iconlogo
huatong
huatong
avatar

পাখি রে তুই দূরে থাকলে Pakhi Re Tui

Subir Nandihuatong
precentres1huatong
Şarkı Sözleri
Kayıtlar

পাখি রে তুই দূরে থাকলে

কিছুই আমার ভাল লাগেনা

পাখি রে তুই দূরে থাকলে

কিছুই আমার ভাল লাগেনা

পাখিরে তুই

পাখিরে তুই কাছে থাকলে

গানের সুরে পরান দোলে

হৃদয় নাচে সুরের তালে

পাখিরে তুই কাছে থাকলে

গানের সুরে পরান দোলে

হৃদয় নাচে সুরের তালে

মনে মনে তরে ডাকি

সারা বেলা তা কি জানোনা

পাখি রে তুই দূরে থাকলে

কিছুই আমার ভাল লাগেনা

পাখিরে তুই

যদি কোনদিন আমার পাখি

আমায় ছেড়ে উড়ে চলে যায়

একা একা রবো নিরালায়

যদি কোনদিন আমার পাখি

আমায় ছেড়ে উড়ে চলে যায়

একা একা রবো নিরালায়

পাখি রে তুই কবে আমার

আপন হবি তা তো জানিনা

পাখি রে তুই দূরে থাকলে

কিছুই আমার ভাল লাগেনা

পাখি রে তুই দূরে থাকলে

কিছুই আমার ভাল লাগেনা

পাখিরে তুই

Subir Nandi'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin