মায় করছে মানা
তুই পিরিত করিস না
ভাই করেছে মানা
তুই ডেটিং মারিস না
পাশের বাড়ির চ্যাংড়া আবার
আমায় দেইখা মুচকি
হাইসা সিটি মারতাছে
কাম সারছে
কাম সারছে
কাম সারছে
কাম সারছে রে
লাঠি নিয়া আব্বা আইতাছে
কাম সারছে
কাম সারছে রে
লাঠি নিয়া আব্বা আইতাছে
হায় হায় রে কাম সারছে
আমি কই পলামু কছ নারে
বাইচা থাকলে প্রেম করতে পারুম
তুই না থাকলেও জোসনারে
বাচুম কেমনে কচনারে
এ কলিজায় আমার পানি নাই
আইতাছে তর বাপ লাঠি হাতে
কচ না কে তুই কই পলাই
আমি ছাড়া কোন পোলায়
ক দেইখা রাখবো তরে
আরে বুঝাছ মা কে বাপরে তর
আমি মইরাই জামু ডরে
১০৪ ডিগ্রি জরে
দুই মাস আছিলাম ঘরে