menu-iconlogo
huatong
huatong
avatar

matiro pinjirar majhe

Sumonhuatong
nathy31484huatong
Şarkı Sözleri
Kayıtlar

মাটিরও পিঞ্জিরার মাঝে বন্দী হইয়া রে

কান্দে হাছন রাজার মনমুনিয়া রে

মাটিরও পিঞ্জিরার মাঝে বন্দী হইয়া রে

কান্দে হাছন রাজার মনমুনিয়া রে

মায়ে বাপে কইরা বন্দী খুশিরও মাজারে

মায়ে বাপে কইরা বন্দী খুশিরও মাজারে

লালে ধলায় হইলাম বন্দী পিঞ্জিরার ভিতরে

কান্দে হাছন রাজার মনমুনিয়া রে

মাটিরও পিঞ্জিরার মাঝে বন্দী হইয়া রে

কান্দে হাছন রাজার মনমুনিয়া রে

পিঞ্জিরায় সামাইয়া ময়নায় ছটফট ছটফট করে

পিঞ্জিরায় সামাইয়া ময়নায় ছটফট ছটফট করে

মজবুতও পিঞ্জিরা ময়নায়

ভাঙ্গিতে না পারে রে

কান্দে হাছন রাজার মনমুনিয়া রে

উড়িয়া যাইব সুয়া পাখি পইরা রইব কায়া

উড়িয়া যাইব সুয়া পাখি পইরা রইব কায়া

কিসের দেশ কিসের খেশ কিসের মায়া দয়া রে

কান্দে হাছন রাজার মনমুনিয়া রে

হাছন রাজায় ডাকতো যখন ময়না আয় রে আয়

হাছন রাজা ডাকতো যখন ময়না আয় রে আয়

এমনও নিষ্ঠুরও ময়না আর কি ফিরা চায়ও রে

কান্দে হাছন রাজার মনমুনিয়া রে

Sumon'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin