menu-iconlogo
logo

আমায় বিয়ে তুই করবি

logo
Şarkı Sözleri
আরে, আর কত দিন যৌবন রাখবি তুই ধরে

আরে, আর কত দিন যৌবন রাখবি তুই ধরে

কবেরে তুই আসবি বল আমারই ঘরে

হায়, একদিন না একদিন পরের ঘরে যাবি

আমায় বিয়ে তুই করবি

আমায় বিয়ে তুই করবি

আমায় বিয়ে তুই করবি

আমায় বিয়ে তুই করবি

আরে, আর কতদিন যৌবন রাখবি তুই ধরে

কবেরে তুই আসবি বল আমারই ঘরে

হায়, একদিন না একদিন পরের ঘরে যাবি

আমায় বিয়ে তুই করবি

এ,, আমায় বিয়ে তুই করবি

এ,, আমায় বিয়ে তুই করবি

আমায় বিয়ে তুই করবি

ঝুমকা এনে দেবো, চুরি এনে দেবো

সবই এনে দেবো তরই কসম

চন্দ্র চুরি করে, তারা গুলি ধরে

সূর্যটাকেও দেবো তরই কসম

আরে বলনা তুই আমার দিওয়ানি কি হবি

আমায় বিয়ে তুই করবি

এ,, আমায় বিয়ে তুই করবি

আমায় বিয়ে তুই করবি

আমায় বিয়ে তুই করবি

আমি আসবো যখন, ফিরবোনা আর তখন

পালকিতে চরাবো তোরই কসম

সবাইকে দেখিয়ে, গলায় মালা দিয়ে

বধু করে নেবো তোরই কসম

আরে আর কতদিন আমায় একাকি রাখবি

আমায় বিয়ে তুই করবি

আমায় বিয়ে তুই করবি

আমায় বিয়ে তুই করবি

আমায় বিয়ে তুই করবি

আরে, আর কতদিন যৌবন রাখবি তুই ধরে

কবেরে তুই আসবি বল আমারই ঘরে

হায়, একদিন না একদিন পরের ঘরে যাবি

আমায় বিয়ে তুই করবি

আমায় বিয়ে তুই করবি

আমায় বিয়ে তুই করবি

আমায় বিয়ে তুই করবি

Sunny/Shoriful Islam, আমায় বিয়ে তুই করবি - Sözleri ve Coverları