menu-iconlogo
huatong
huatong
avatar

Mon Tor Buddhi Hobe Kobe

Surojit Chatterjeehuatong
ronton3huatong
Şarkı Sözleri
Kayıtlar
মন, তোর বুদ্ধি হবে কবে?

তোর বুদ্ধি হবে কবে?

তুই ভাবের ঘরে করে চুরি

তুই ভাবের ঘরে করে চুরি

ভেসে গেলি বৈভবে

মন, তোর বুদ্ধি হবে কবে?

ও মন রে, তোর বুদ্ধি হবে কবে?

ও, তুই নিজের ঘরে দিলি কেন আগুন?

আমার গেল পুড়ে সদ গুণাগুণ

ও, তুই নিজের ঘরে দিলি কেন আগুন?

আমার গেল পুড়ে সদ গুণাগুণ

তোর সঙ্গে ঘর করে, মন

উচ্ছন্নে আমার জীবন

তোর সঙ্গে ঘর করে, মন

উচ্ছন্নে আমার জীবন

ভাবিনি এমনি ভাবে যাবে

তোর বুদ্ধি হবে কবে

ও মন রে, তোর বুদ্ধি হবে কবে?

মন, তুই নানান ভাবে হলি ছিন্নভিন্ন

আমার ভালোমন্দ শুধু তোরই জন্য

মন, তুই নানান ভাবে হলি ছিন্নভিন্ন

আমার ভালোমন্দ সবই তোরই জন্য

তুই মিত্র আমার, শত্রু বটে

চলো ও মন সঠিক পথে

মিত্র আমার, শত্রু বটে

চলো ও মন সঠিক পথে

তবেই মুক্তি পাবে

তোর বুদ্ধি হবে কবে?

মন, তোর বুদ্ধি হবে কবে?

তুই ভাবের ঘরে করে চুরি

তুই ভাবের ঘরে করে চুরি

ভেসে গেলি বৈভবে

মন, তোর বুদ্ধি হবে কবে?

ও মন রে, তোর বুদ্ধি হবে কবে?

মন, তোর বুদ্ধি হবে কবে?

ও মন রে, মন, তোর বুদ্ধি হবে কবে?

Surojit Chatterjee'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin