menu-iconlogo
huatong
huatong
avatar

Mon Diona Diona Diona mon / মন দিওনা দিওনা দিওনা মন

Suvro Dev/শুভ্র দেবhuatong
🎼.🅂🄷🄰🄷🄸🄽.🎼🎻🌈𝐏A𝐒🇧🇩huatong
Şarkı Sözleri
Kayıtlar
মন দিওনা, দিওনা, দিওনা মন

মন দিলে তুমি, ফিরায়ে, নিও না মন

মন দিওনা, দিওনা, দিওনা মন

মন দিলে তুমি, ফিরায়ে, নিও না মন

মন~ দিলে তুমি, ফিরায়ে, নিও না মন

মন দিলে তুমি, ফিরায়ে, নিও না মন

মন দিওনা, দিওনা, দিওনা মন

মন দিলে তুমি, ফিরায়ে~, নিও না মন

--- Music-----

বিশ্বাসে দাগ যদি লাগে কারো মনে

ভালোবাসা ভাগ হয়ে যায় সেই ক্ষণে

--- Music-----

ও..বিশ্বাসে দাগ যদি লাগে কারো মনে

ভালোবাসা ভাগ হয়ে যায় সেই ক্ষণে

ভাঙ্গা মন কখন ও যে জাড়া লাগেনা

মন দিলে তুমি, ফিরায়ে~, নিও না মন

মন দিওনা, দিওনা, দিওনা মন

মন দিলে তুমি, ফিরায়ে~, নিও না মন

--- Music-----

নিশ্বাসে দু:খেরই, ভাষা কথা বলে

আশ্বাসে বুক বাধে, ব্যাথারই আড়ালে

--- Music-----

ও...নিশ্বাসে দু:খেরই, ভাষা কথা বলে

আশ্বাসে বুক বাধে, ব্যাথারই আড়ালে

পোড়া মন কখনও যে সুখ পায়না

মন দিলে তুমি, ফিরায়ে, নিও না মন

মন দিওনা, দিওনা, দিওনা মন

মন দিলে তুমি, ফিরায়ে, নিও না মন

মন~ দিলে তুমি, ফিরায়ে, নিও না মন

মন দিলে তুমি, ফিরায়ে, নিও না মন

মন দিওনা, দিওনা, দিওনা মন

মন দিলে তুমি, ফিরায়ে, নিও না মন

মন দিওনা, দিওনা, দিওনা মন

মন দিলে তুমি, ফিরায়ে, নিও না মন

--- সমাপ্ত-----

Suvro Dev/শুভ্র দেব'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin