menu-iconlogo
huatong
huatong
avatar

Ki kore Bolibo Ami

Syed Abdul Hadihuatong
tankavillagehuatong
Şarkı Sözleri
Kayıtlar
কি করে বলিব আমি

আমার মনে বড় জ্বালা

মনে বড় জ্বালা

.......

কেউ কোনদিন আমারে তো

কেউ কোনদিন আমারে তো

কথা দিল না

কথা দিল না

বিনিসুতার মালাখানি

বিনিসুতার মালাখানি

গাঁথা হলোনা

গাঁথা হলোনা

ও… এই জ্বালা যে এমন জ্বালা

যায়না মুখে বলা

ধরতে গেলে সোনার অঙ্গ

(তোমার)

ধরতে গেলে সোনার অঙ্গ

পুড়ে হবে কালা

ও লালন মরল জল পিপাসায়

থাকতে নদী মেঘনা

হাতের কাছে ভরা কলস

(আমার)

হাতের কাছে ভরা কলস

তৃষ্ণা মেটে না

কেউ কোনদিন আমারে তো

কেউ কোনদিন আমারে তো

কথা দিল না

কথা দিল না

ও… ভালোবাসার অপরাধে

হয়েছিল দোষী

তাই বলে কি থেমেছিল

(বলো)

তাই বলে কি থেমেছিল

কদমতলার বাঁশী

ও… দংশিলে পিরিতের বিষে

ওঝা মেলে নারে

সেই মরণ যে সুখের মরণ

(হায়রে)

সেই মরণ যে সুখের মরণ

দেখলাম জনম ভরে

কেউ কোনদিন আমারে তো

কেউ কোনদিন আমারে তো

কথা দিল না

কথা দিল না

বিনিসুতার মালাখানি

বিনিসুতার মালাখানি

গাঁথা হলোনা

গাঁথা হলোনা

Syed Abdul Hadi'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin