menu-iconlogo
huatong
huatong
avatar

Amar Kache Tumi Mane

Tasrif Khan/Kureghor Bandhuatong
annegiehuatong
Şarkı Sözleri
Kayıtlar
আমার কাছে তুমি মানে সাত রাজার ধন

আমার কাছে তুমি মানে অন্যরকম

আমার কাছে তুমি মানে আমার পোষা পাখি

দিনে-রাইতে চোখ বুজিয়া তোমায় আমি দেখি

তোমার কাছে হয়তো, বন্ধু, আমি কিছু না

তাই তো তোমার স্বপ্নে, বন্ধু, আমি আসি না

আমি মানে তুমি, আর তুমি মানে আমি

আমার কাছে আমার চেয়ে, বন্ধু, তুমি দামি

আমি মানে তুমি, আর তুমি মানে আমি

আমার কাছে আমার চেয়ে, বন্ধু, তুমি দামি

আমার কাছে তুমি মানে আমার সবকিছু

তাই পাগলের মতো ছুটি তোমার পিছু

আমার কাছে তুমি মানে সাদা মেঘের ভেলা

না দেখিলে মুখটা তোমার হই উতলা

তোমার কাছে হয়তো, বন্ধু, আমি কিছু না

তাই তো তোমার স্বপ্নে, বন্ধু, আমি আসি না

আমি মানে তুমি, আর তুমি মানে আমি

আমার কাছে আমার চেয়ে, বন্ধু, তুমি দামি

আমি মানে তুমি, আর তুমি মানে আমি

আমার কাছে আমার চেয়ে, বন্ধু, তুমি দামি

(আবার!)

আমার কাছে, বন্ধু, তুমি রাইতের ধ্রুবতারা

তোমায় আমি রাইত জাগিয়া দেই, বন্ধু, পাহারা

আমার কাছে, বন্ধু, তুমি সাত সাগরের ঢেউ

কত ভালোবাসি তোমায়, জানে না রে কেউ

তোমার কাছে হয়তো, বন্ধু, আমি কিছু না

তাই তো তোমার স্বপ্নে, বন্ধু, আমি আসি না

আমি মানে তুমি, আর তুমি মানে আমি

আমার কাছে আমার চেয়ে, বন্ধু, তুমি দামি

আমি মানে তুমি, আর তুমি মানে আমি

আমার কাছে আমার চেয়ে, বন্ধু, তুমি দামি

আবার!

Tasrif Khan/Kureghor Band'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin