menu-iconlogo
huatong
huatong
topu--cover-image

এক পায়ে নূপুর

Topuhuatong
peanut14buddyhuatong
Şarkı Sözleri
Kayıtlar
এক পায়ে নূপুর আমার, অন্য পা খালি

এক পাশে সাগর, এক পাশে বালি

তোমার ছোট তরী বলো, নেবে কি?

এক পায়ে নূপুর আমার, অন্য পা খালি

এক পাশে সাগর, এক পাশে বালি

তোমার ছোট তরী বলো, নেবে কি?

নেবে...কি?

বলবোনা আকাশের চাঁদ এনে দেব

বলবোনা তুমি, রাজকন্যা

শুধু জিজ্ঞেস করি,

দেবে কি পাড়ি হোক যত ঝড় বন্যা?

আমার, ছোট তরী বলো, যাবে কি?

যাবে কি...?

নয় মিছে আশা, নয় শুধু ভালোবাসা,

নয় অকারণ প্রেমে অন্ধ

জানি তুমি আমি,

আমাদের তরী আজব এক বন্ধুত্ব

তোমার ছোট তরী বলো, নেবে কি?

চাঁদের আলো,

যদি ভালো লাগে কান হয়ে যায় ঝাপসা

তোমার এ তরী, যদি চলে যায় ফিরে আর আসবেনা

যত ভালোবাসি তারে

দূরে... রয়ে যাবে তা তো আমি, জেনেছি

এক পায়ে নূপুর তোমার, অন্য পা খালি

এক পাশে সাগর, এক পাশে বালি

আমার, ছোট তরী বলো, যাবে কি?

যাবে কি...?

এক পায়ে নূপুর আমার, অন্য পা খালি

এক পাশে, সাগর এক পাশে বালি

তোমার ছোট তরী বলো, নেবে কি?

আমার ছোট তরী বলো, যাবে কি?

ধন্যবাদ

Topu'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin