menu-iconlogo
huatong
huatong
avatar

Valobashi

Topuhuatong
spencer9820huatong
Şarkı Sözleri
Kayıtlar
এত ভেবে কি হবে

ভেবে কে করেছে কি কবে

ভাবছি না আজ যা হবে হবার

এত দিন পারি নি

জানো তো আমি এমনি

বলতে চাই আজ এখনি বলে দিই

ভালবাসি ভালবাসি ভালবাসি ভালবাসি

চুপ করে থেকো না

কিছু তো বল হ্যাঁ অথবা না

হ্যাঁ যদি হয় হবে

না যদি হয় তবে

কিছু বলো না

তুমি ভেবো না ভাঙ্গবে না বন্ধুত্বটা

হ্যাঁ যদি হয় হবে

না যদি হয় তবে

কিছু বলো না

ভালবাসি (তোমাকে) ভালবাসি (বলে) ভালবাসি (তোমাকে) ভালবাসি

ভালবাসি (তোমাকে) ভালবাসি (বলে) ভালবাসি (তোমাকে) ভালবাসি

এত ভেবে কি হবে

ভেবে কে করেছে কি কবে

ভাবছি না আজ যা হবে হবার

এত দিন পারি নি

জানো তো আমি এমনি

বলতে চাই আজ

এখনি বলে দিই

ভালবাসি (এ টুকু শুধু বলার) ভালবাসি (তুমি শুনে নাও আবার) ভালবাসি (ফিরিয়ে দিও না) ভালবাসি

ভালবাসি (এ টুকু শুধু বলার) ভালবাসি (তুমি শুনে নাও আবার) ভালবাসি (ফিরিয়ে দিও না) ভালবাসি

ভালবাসি (এ টুকু শুধু বলার) ভালবাসি (তুমি শুনে নাও আবার) ভালবাসি (ফিরিয়ে দিও না) ভালবাসি

ভালবাসি (এ টুকু শুধু বলার) ভালবাসি (তুমি শুনে নাও আবার) ভালবাসি (ফিরিয়ে দিও না) ভালবাসি

ও হো হো ও

Topu'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin

Topu, Valobashi - Sözleri ve Coverları