menu-iconlogo
huatong
huatong
avatar

Dure Kothao

Tousifhuatong
pulaskiturnhuatong
Şarkı Sözleri
Kayıtlar
দূরে কোথাও আছি বসে

হাত দুটো দাও বাড়িয়ে

বিরহ ছুতে চায় মনের দুয়ার

দূচোখ নিরবাক আসোনা ছুটে

তুমি এলে রংধনু রঙ ঢেলে দেয়

তুমি এলে মেঘেরা বৃষ্টি ছড়ায়

এই মনের আহলাদ আসোনা ছুটে

দূরে কোথাও আছি বসে

হাত দুটো দাও বাড়িয়ে

বিরহ ছুতে চায় মনের দুয়ার

দূচোখ নিরবাক আসোনা ছুটে

অনুরাগে ঝরে চাঁদও আজ

এ লগনে ও এলেনা

অনুভব নিশ্চুপ আজ

কথা যে বলেনা

ভাল যদি বাসো তুমি আমাকে

ছুটে চলে আসোনা

দূরে কোথাও আছি বসে

হাত দুটো দাও বাড়িয়ে

বিরহ ছুতে চায় মনের দুয়ার

দূচোখ নিরবাক আসোনা ছুটে

নীল আঁচল নিরমল হাওয়া

এ লগনে ও এলেনা

অচেতন থাকে মন

নিশপ্রান যত ভাবনা

ভাল যদি বাসো তুমি আমাকে

ছুটে চলে আসোনা

দূরে কোথাও আছি বসে

হাত দুটো দাও বাড়িয়ে

বিরহ ছুতে চায় মনের দুয়ার

দূচোখ নিরবাক আসোনা ছুটে

তুমি এলে রংধনু রঙ ঢেলে দেয়

তুমি এলে মেঘেরা বৃষ্টি ছড়ায়

এই মনের আহলাদ আসোনা ছুটে

দূরে কোথাও আছি বসে

হাত দুটো দাও বাড়িয়ে

বিরহ ছুতে চায় মনের দুয়ার

দূচোখ নিরবাক আসোনা ছুটে

Tousif'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin