menu-iconlogo
huatong
huatong
avatar

Mohammad er nam

TUHIN-audio/Trackhuatong
༄★🍁⃝TUHIN🍁⃝𝐒𝐓O★࿐huatong
Şarkı Sözleri
Kayıtlar
?

?

মোহাম্মদ এর নাম জপেছিলি,

বুলবুলি তুই আগে..

মোহাম্মদ এর নাম জপেছিলি,

বুলবুলি তুই আগে..

তাই কি রে তোর কন্ঠের ই গান..

তাই কি রে তোর কন্ঠের ই গান..

এমন মধুর লাগে ওরে..

এমন মধুর লাগে..

মোহাম্মদ এর নাম জপেছিলি,বুলবুলি তুই আগে

?

ওরে গোলাপ নিরিবিলি,নবীর কদম ছুঁইয়েছিলি

ওরে গোলাপ নিরিবিলি,নবীর কদম ছুঁইয়েছিলি

তাঁর কদমের খোশবু আজ ও

তাঁর কদমের খোশবু আজ ও

তোর আতরে জাগে...

মোহাম্মদ এর নাম জপেছিলি

বুলবুলি তুই আগে...

?

মোর নবীরে লুকিয়ে দেখে..

মোর নবীরে লুকিয়ে দেখে..

তাঁর পেশানীর জ্যোতি মেখে

ওরে ও চাঁদ রাঙ্গলী কি তুই

ওরে ও চাঁদ রাঙ্গলী কি তুই

গভীর অনুরাগে....

মোহাম্মদ এর নাম জপেছিলি

বুলবুলি তুই আগে..

?

ওরে ভ্রমর তুই কি প্রথম,

চুমেছিলি তাঁহার কদম

ওরে ভ্রমর তুই কি প্রথম,

চুমেছিলি তাঁহার কদম

গুনগুনিয়ে সেই খুশী কি..

গুনগুনিয়ে সেই খুশী কি..

জানাস রে, গুলবাগে...

মোহাম্মদ এর নাম জপেছিলি

বুলবুলি তুই আগে..

তাই কি রে তোর, কন্ঠের ই গান..

তাই কি রে তোর, কন্ঠের ই গান..

এমন মধুর লাগে ওরে..

এমন মধুর লাগে..

মোহাম্মদ এর নাম জপেছিলি

বুলবুলি তুই আগে.

সালালাহু আলাইহি ওয়াসাল্লাম..

‌‍‌। ধন্যবাদ

[তুহিন]

TUHIN-audio/Track'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin