menu-iconlogo
huatong
huatong
avatar

Mounmukharata

Upalhuatong
galitlevy1huatong
Şarkı Sözleri
Kayıtlar
Track

Arranged

By

Roy S

.

.

দুপুরের খামোখা খেয়াল

ভাঙ্গা taak পুরোনো দেয়াল

দুপুরের খামোখা খেয়াল

ভাঙ্গা taak পুরোনো দেয়াল

খুঁজে পাওয়া বই জানতে চায়

বান্ধবী আছে কে কোথায়

খুঁজে পাওয়া বই জানতে চায়

বান্ধবী আছে কে কোথায়

ধুলো লাগা চেনা বই সব

হাতরায় কেনা শৈশব

ধুলো লাগা চেনা বই সব

ভালবাসে কেনা শৈশব

এক আকাশ ভর্তি অভিমান

কোনদিন গাইব না যে গান

এক আকাশ ভর্তি অভিমান

কোনদিন গাইব না যে গান

খুঁজে পাওয়া বই

রাত জাগা চোখ

আমি পড়বই

যন্ত্রণা হোক

খুঁজে পাওয়া বই

রাত জাগা চোখ

আমি পড়বই

যন্ত্রণা হোক

যন্ত্রণা হোক

কখনই পাত্তা দাওনি যাকে

গোপনীয় আজও বইয়ের ফাঁকে

কখনই পাত্তা দাওনি যাকে

গোপনীয় আজও বইয়ের ফাঁকে

ভালবাসা বিবর্ণ পালকে

ভালবাসা বিবর্ণ পালকে

ভালবাসা বিবর্ণ পালকে

.

.

Track Arranged By Roy S

.

ভাল থেকো শুভ জন্মদিন

লেখাগুলো আজও অমলিন

ভাল থেকো শুভ জন্মদিন

লেখাগুলো আজও অমলিন

বেখেয়ালে খুঁজে পাওয়া বই

ভাল আর থাকতে দিচ্ছে কই

বেখেয়ালে খুঁজে পাওয়া বই

ভাল আর থাকতে দিচ্ছে কই

বৃষ্টির জলে ধোওয়া ছাদ

ভুল করে ছুঁয়ে দেওয়া হাত

বৃষ্টির জলে ধোওয়া ছাদ

ভুল করে ছুঁয়ে দেওয়া হাত

এখনও কি ভুল করে তুই

একা একা ভাবব না কিছুই

এখনও কি ভুল করে তুই

একা একা ভাবব না কিছুই

শুধু আদরের ছিল অঙ্গীকার

যদি একটুও আর একটিবার

শুধু আদরের ছিল অঙ্গীকার

যদি একটুও আর একটিবার

আর একটিবার

একদিন গোধুলি আলোকে

খেলেছিল উদাসী বালকে

একদিন গোধুলি আলোকে

খেলেছিল উদাসী বালকে

সেদিনের সোনালি পালকে

সেদিনের সোনালি পালকে

সেদিনের সোনালি পালকে

.

.

Thanks

S.ROY

Upal'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin

Upal, Mounmukharata - Sözleri ve Coverları