menu-iconlogo
huatong
huatong
avatar

Neel

Upalhuatong
mud_pie2003huatong
Şarkı Sözleri
Kayıtlar
চেনা মুক, ছুঁয়ে থাকা দৃষ্টি, এলোমেলো আড্ডা,

চায়ের গ্লাস, ঘুম ঘুম ক্লাস রুম, পাশে খোলা

জান্নলা, ডাকছে আমাকে তোমার আকাস! নীল

নির্বাসন!

এমনও সকাল হয় অবিরত অপচয়ই, ছাই দানি ভরা

থাকে মরা আগুনে, যাও মেঘ বলে দাও আমি ভাল

নেই, জেগে থাকে কথা ক্যান্টিন কোন ঘোরে

বেজে ওঠে যে টেলিফোন, খুলে ডাকা পথ হোক

নির্জন, একা পথ পরে আছে নিরঝুম, ফাকা ক্লা... স

রুম, পাশে খোলা জান্নলা, ডাকছে আমাকে

তোমার আকাস! নীল নির্বাসন!

এমনও বিকেল আসে, তুমি যাও বাইপাসে, অছেনা

লোকাল বাসে সন্ধ্যে কাভার, যাও পথ খুজে নাও

পথ পালাবার। মনে পরে যায় কত জন্মের পাপ,

শরিরে রয়েছে চেনা শরিরের ছাপ, তুমি নত মুখে

মেনে নিলে অভিশাপ, সারাহীন ঘর জুরে শীত ঘুম,

ক্লাস রুম, পাশে খোলা জান্নলা, ডাকছে আমাকে

তোমার আকাস! নীল নির্বাসন!

Upal'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin