menu-iconlogo
huatong
huatong
avatar

আঁচলে বান্ধিয়া রাখিবো গো তোমারে

Upload: "Rafiq" "LMD"huatong
𝄞⑅⃝🌸🦋RaFiq𝄞🌸..🅛🅜🅓🇧🇩huatong
Şarkı Sözleri
Kayıtlar
আঁচলে বান্ধিয়া রাখিবো গো তোমারে

চয়েজ বাইঃ "Zakir" "LMD"

(প্রাণ প্রিয় দাদু ভাই)

মেয়েঃ আঁচলে বান্ধিয়া রাখিবো গো তোমারে

আঁচলে বান্ধিয়া রাখিবো

চোখের কাজল করিবো গো তোমারে

চোখের কাজল করিবো

ছেলেঃ তোমার মাঝে আমি স্বর্গ দেখি

ভালোবাসায় বাঁধি বুক

মেয়েঃ তোমার সুখই যে আমার সুখ

তোমার সুখই যে আমার সুখ

ছেলেঃ আঁচলে বান্ধিয়া রাখিও গো আমারে

আঁচলে বান্ধিয়া রাখিও

চোখের কাজল করিও গো আমারে

চোখের কাজল করিও

আপলোডঃ "রফিক" "LMD"

মেয়েঃ দু'টি দেহ যদি একটি করে

বিধাতা প্রাণ দিতো

তোমারি মুখ ছাড়া অন্য কিছু

চোখ যদি না দেখিতো

>>>"LMD"<<<

ছেলেঃ ও দু'টি দেহ যদি একটি করে

বিধাতা প্রাণ দিতো

তোমারি মুখ ছাড়া অন্য কিছু

চোখ যদি না দেখিতো

মেয়েঃ স্বপ্ন তোমার মাঝে গো

স্বর্গ তোমার মাঝে

ছেলেঃ তুমি ছাড়া পরান আমার একদিনও না বাঁচে

মেয়েঃ তোমায় নিয়ে বাঁচবো আমি যতই ঝড় আসুক

ছেলে+মেয়েঃ তোমার সুখই যে আমার সুখ

তোমার সুখই যে আমার সুখ

Welcome to "LMD"

"LUCKY's MUSIC DREAM"

ছেলেঃ ও এই পৃথিবী ছেড়ে কখনও যদি

তোমার আগে চলে যাই

মৃত্যুর ওপারে তখনও কি গো

তোমারি বুকে দেবে ঠাঁই

>>>"LMD"<<<

মেয়েঃ এই পৃথিবী ছেড়ে কখনও যদি

তোমার আগে চলে যাই

মৃত্যুর ওপারে তখনও কি গো

তোমারি বুকে দেবে ঠাঁই

ছেলেঃ জন্ম তোমার জন্য গো জন্ম তোমার জন্য

মেয়েঃ তুমি ছাড়া হাজার জনম হবে না তো পূর্ণ

ছেলেঃ মরবো তোমায় ভালোবেসে পৃথিবী জানুক

মেয়েঃ তোমার সুখই যে আমার সুখ

তোমার সুখই যে আমার সুখ

ছেলেঃ আঁচলে বান্ধিয়া রাখিও গো আমারে

আঁচলে বান্ধিয়া রাখিও

মেয়েঃ চোখের কাজল করিবো গো তোমারে

চোখের কাজল করিবো

ছেলেঃ তোমার মাঝে আমি স্বর্গ দেখি

মেয়েঃ ভালোবাসায় বাঁধি বুক

ছেলে+মেয়েঃ তোমার সুখই যে আমার সুখ

তোমার সুখই যে আমার সুখ।

সমাপ্ত।

Upload: "Rafiq" "LMD"'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin