দুই দিকেই বসবাস
দুই দিকেই টান
ফিরবো কোন পাড়ে
এই মন টানে দুই ধারে
দু পাড়েই যেতে মন করে আনচান
এক পাড়ে গেলে মন
ঐ পাড়ে বিরান
এক পাড়ে আছে মন
ওই পাড়ে অন্তর
এক পাড়ে আছে মন
ওই পাড়ে অন্তর
দু পাড়েই তোলে বুকে অচেনা এক ঝড়
দু পাড়েই যেতে মন করে আনচান
এক পাড়ে গেলে মন ঐ পাড়ে বিরান
এক মনে দুই জন
বেধে আছে ঘর
এক মনে দুই জন
বেধে আছে ঘর
পারেনা মন কাউকে
করে দিতে পর
দু পাড়েই যেতে মন করে আনচান
এক পাড়ে গেলে মন
ঐ পাড়ে বিরান
দুই দিকেই বসবাস
দুই দিকেই টান
ফিরবো কোন পাড়ে
এই মন টানে দুই ধারে
দু পাড়েই যেতে মন করে আনচান
এক পাড়ে গেলে মন
ঐ পাড়ে বিরান