menu-iconlogo
huatong
huatong
vibe-bidhatari-ronge-aka-cover-image

Bidhatari Ronge Aka

Vibehuatong
preacherdad40huatong
Şarkı Sözleri
Kayıtlar
আমি বিধাতারই রঙে আঁকা এক অস্পষ্ট ছবি

আমি তারই কবিতায় অনুপ্রেরিত বিদ্রোহী এক কবি

প্রকৃতি আমার অনেক দিনের দুঃসময়ের সাথী

তাই মেঘে ঢাকা পড়া একাকী চাঁদের স্নিগ্ধ আভায় মাতি

সুখ যেন সেই চন্দ্রিমা রাত, বিষাদ জোছনা

ব্যর্থতাতেই সার্থকতার মিলন মোহনা

মিলিয়ে যাচ্ছি আমি অন্য কোথায়

জোছনা কাঁদছে দেখো নীরবে আজ

মায়াবী পূর্ণিমার ভীরু লাজ

স্বচ্ছ কুয়াশায় বাজে এ কি রাগিণীর সুর

রাগিণীর সুর

আমি কোনো এক পাখির ডানায় আছড়ে পড়া রোদ

আমি আমার সুপ্ত ব্যর্থতার অন্তর্নিহিত ক্রোধ

আমি হারানো বেদনার রঙে রাঙাই আমার দিন

রঙে রাঙাই আমার দিন

আর অন্তহীন গ্লানির পথে পথে হাঁটি আমি

জোছনা কাঁদছে দেখো নীরবে আজ

মায়াবী পূর্ণিমার ভীরু লাজ

স্বচ্ছ কুয়াশায় বাজে এ কি রাগিণীর সুর

রাগিণীর সুর

আমি বিধাতারই রঙে আঁকা এক অস্পষ্ট ছবি

আমি তারই কবিতায়...

Vibe'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin