menu-iconlogo
huatong
huatong
warfaze-arshi-nagar-cover-image

Arshi Nagar

Warfazehuatong
🍁Ahsan-GP🎸🍁𝕾𝖆𝖒'𝖘🎶🇧🇩huatong
Şarkı Sözleri
Kayıtlar
আরশি নগর

Uploaded: Ahsan-GP_SaM

বাড়ির কাছে আরশীনগর

সেথা এক পড়শী বসত করে

একঘর পড়শী বসত করে

আমি একদিনও না দেখিলাম তারে

গিরাম বেড়ে অগাধ পানি

নাই কিনারা, নাই তরণী পাড়ে

গিরাম বেড়ে অগাধ পানি

নাই কিনারা, নাই তরণী পাড়ে

বাঞ্ছা করি দেখবো তারে

কেমনে সেথা যাই রে

আমি কেমনে সেথা যাই রে

আমি একদিনও না দেখিলাম তারে

Instrumental Uploaded: Ahsan-GP_SaM

কি বলবো পড়শীর কথা

হস্ত-পদ, স্কন্ধ-মাথা নাই রে

কি বলবো পড়শীর কথা

হস্ত-পদ, স্কন্ধ-মাথা নাই রে

ক্ষণেক থাকে শূন্যের উপর

ক্ষণেক ভাসে নীড়ে

ও সে ক্ষণেক ভাসে নীড়ে

আমি একদিনও না দেখিলাম তারে

Lead Uploaded: Ahsan-GP_SaM

পড়শী যদি আমায় ছুঁতো

যম যাতনা সকল যেতো দূরে

পড়শী যদি আমায় ছুঁতো

যম যাতনা সকল যেতো দূরে

সে আর লালন একখানে রয়

লক্ষ যোজন ফাঁক রে

তবু লক্ষ যোজন ফাঁক রে

আমি একদিনও না দেখিলাম তারে

Uploaded: Ahsan-GP_SaM

Warfaze'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin