menu-iconlogo
huatong
huatong
avatar

Boshey Achi

Warfazehuatong
rgalindomhuatong
Şarkı Sözleri
Kayıtlar
বসে আছি একা

কাঁচা রোদ বিকেলে উদাস

বৃষ্টি শেষে রূপালী আকাশ

মেঘে জানালাতে

ঝিলমিল সোনালী আভায়

ঝিরি বহে হিমেল বাতাস

সোনালী আভায়

সাঁঝে ফিরি আমি মেঘে মেঘান্তরে

হিমেল বাতাসে ডানা মেলি আমি

দূরে দূরান্তরে

বসে আছি একা

কাঁচা রোদ বিকেলে উদাস

বৃষ্টি শেষে রূপালী আকাশ

মেঘে জানালাতে

ঝিলমিল সোনালী আভায়

ঝিরি বহে হিমেল বাতাস

পাখীরা সব মেতেছে আজ কুঞ্জবনে

মাতাল করেছে এই মন

গানে গানে নিবিড়ে আজ

পেতে চাই এ'ক্ষন

প্রজাপতি হয়ে ফিরবো ফুলে ফুলে

তবু কেন এত ব্যথা

জাগে মনে অশ্রুধারা

হৃদয়...

বসে আছি একা

কাঁচা রোদ বিকেলে উদাস

বৃষ্টি শেষে রূপালী আকাশ

মেঘে জানালাতে

ঝিলমিল সোনালী আভায়

ঝিরি বহে হিমেল বাতাস

পাখীরা সব মেতেছে আজ কুঞ্জবনে

মাতাল করেছে এই মন

গানে গানে নিবিড়ে আজ

কেটে যায় এ'ক্ষন

প্রজাপতি হয়ে ফিরবো ফুলে ফুলে

তবু কেন এত ব্যথা

জাগে মনে অশ্রুধারা

হৃদয়...

বসে আছি একা

কাঁচা রোদ বিকেলে উদাস

বৃষ্টি শেষে রূপালী আকাশ

মেঘে জানালাতে

ঝিলমিল সোনালী আভায়

ঝিরি বহে হিমেল বাতাস

সোনালী আভায়

সাঁঝে ফিরি আমি মেঘে মেঘান্তরে

হিমেল বাতাসে ডানা মেলি

আমি দূরে দূরান্তরে

সোনালী আভায়

সাঁঝে ফিরি আমি মেঘে মেঘান্তরে

হিমেল বাতাসে ডানা মেলি আমি

দূরে দূরান্তরে

Warfaze'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin

Warfaze, Boshey Achi - Sözleri ve Coverları