menu-iconlogo
huatong
huatong
avatar

Ali Special Kokhono Amake By Winning

Winninghuatong
🌷ALi_______🎹🎹ˢˢᴮ🌷huatong
Şarkı Sözleri
Kayıtlar
Kokhono Amake

Album : Bohu Durey (2016)

Band : Winning

ALi_______🎹🎹

কখনো আমাকে

মনে কি পড়ে

হৃদয়ের মাঝে

ব্যথা কি জাগে

আমায় বলোনা 🎹🎹

নিশ্চুপ থেকো না 🎹🎹

আমাকে বলো না 🎹🎹

মন খুলে

কখনো আমাকে

মনে কি পড়ে

হৃদয়ের মাঝে

ব্যথা কি জাগে

ALi_______🎹🎹

কাটে যে প্রহর

স্মৃতির নকশা বুনে

মনে তে পরে

তোমাকে অকারনে

বল আমায়

ভাবো কি তুমি

আজও আমার, একাকী আড়ালে

🥁🥁🥁🥁🥁

আমায় বলোনা 🎹🎹

নিশ্চুপ থেকো না 🎹🎹

আমাকে বলো না 🎹🎹

মন খুলে

কখনো আমাকে

মনে কি পড়ে

হৃদয়ের মাঝে

ব্যথা কি জাগে

ALi_______🎹🎹

জড়িয়ে আছো

আমারি জীবন ছুঁয়ে

দূর আকাশে

সন্ধ্যা তারা হয়ে

বল আমায়

আছি কি আমি

আজও তোমার, স্মৃতির ই আড়ালে

🥁🥁🥁🥁🥁

আমায় বলোনা 🎹🎹

নিশ্চুপ থেকো না 🎹🎹

আমাকে বলো না 🎹🎹

মন খুলে

কখনো আমাকে

মনে কি পড়ে

হৃদয়ের মাঝে

ব্যথা কি জাগে

আমায় বলোনা 🎹🎹

নিশ্চুপ থেকো না 🎹🎹

আমাকে বলো না 🎹🎹

মন খুলে

❤️Winning ❤️

ALi_______🎹🎹

Winning'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin