menu-iconlogo
huatong
huatong
avatar

Mon Ki Je Chai

Winninghuatong
redrhinohuatong
Şarkı Sözleri
Kayıtlar
মন কি যে চায় বলো

যারে দেখি লাগে ভালো

এ মন সে′তো বাধা পড়ে না

কি যেন কেন জানি না.

কাছে এসে পাশে বসে কথা বলে যে

এ মন বলে সে আমায় ভালোবেসেছে

চোখে চোখে চোখ রেখে কথা বলেছে

বোঝাতে পারিনি তারে ভালোবেসেছি

কি করে যায় সে বলা

আমি আজও শিখিনি

মন কি যে চায় বলো

যারে দেখি লাগে ভালো

এ মন সে'তো বাধা পড়ে না

কি যেন কেন জানি না

প্রেম ভরা মন নিয়ে চলেছি একা

ভাবি শুধু কবে পাব তার দেখা

কথা আছে জীবনে প্রেম আসে একবার

আমার জীবনে সে আসবে কবে আর

জীবনে প্রেম হবে কিনা

আমি তাও জানি না

মন কি যে চায় বলো

যারে দেখি লাগে ভালো

এ মন সে′তো বাধা পড়ে না

কি যেন কেন জানি না।

Winning'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin