menu-iconlogo
huatong
huatong
avatar

Oi dur paharer dhare

Winninghuatong
shydurrahman-🎷🎷ABS🎸🎸huatong
Şarkı Sözleri
Kayıtlar
ঐ দূর পাহাড়ের ধারে,

দিগন্তেরই কাছে

নিসঙ্গ বসে একটি মেয়ে,

গাইছে,

আপন সুরে,

আপন সুরে,

আপন সুরে…

ঐ দূর পাহাড়ের ধারে,

দিগন্তেরই কাছে

নিসঙ্গ বসে একটি মেয়ে,

গাইছে,

আপন সুরে,

আপন সুরে,

আপন সুরে…

আমি সেই সুরেরই টানে

ছুটে চলেছি তার পানে

আমি সেই সুরেরই টানে

ছুটে চলেছি তার পানে

তার বেদনার সঙ্গী হতে

সেই সুর আমায়,.....

শুধু ডাকে

শুধু ডাকে

শুধু ডাকে…

ঐ দূর পাহাড়ের ধারে,

দিগন্তেরই কাছে

নিসঙ্গ বসে একটি মেয়ে,

গাইছে,

আপন সুরে,

আপন সুরে,

আপন সুরে…

মনে হয় তার সেই সুরে

কত বেদনা আছে লুকিয়ে

মনে হয় তার সেই সুরে

কত বেদনা আছে লুকিয়ে

শত দুঃখের রজনী পেরিয়ে

সেই সুর যেন,.....

ভেসে আসে,

ভেসে আসে,

ভেসে আসে…....

ঐ দূর পাহাড়ের ধারে,

দিগন্তেরই কাছে

নিসঙ্গ বসে একটি মেয়ে,

গাইছে,

আপন সুরে,

আপন সুরে,

আপন সুরে…

ঐ দূর পাহাড়ের ধারে,

দিগন্তেরই কাছে

নিসঙ্গ বসে একটি মেয়ে,

গাইছে,

আপন সুরে,

আপন সুরে,

আপন সুরে…

আপন সুরে,

আপন সুরে,

আপন সুরে…

Arranged By Shydur Rahman

Winning'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin