menu-iconlogo
huatong
huatong
yahia-ruper-sagore-cover-image

Ruper sagore ❤️

Yahiahuatong
꧁⭐YAHIA⑅⃝🌼╚»★𝐑𝐨𝐬𝐞★«╝huatong
Şarkı Sözleri
Kayıtlar
Lyrics: তোমার রুপেরী সাগরে

সাজ্জাত নূর

তোমার রুপেরী, সগরে ডুবিয়া মরিব আমি

তোমার রুপেরী, সগরে ডুবিয়া মরিব আমি

মরার করিনা ভয়, যনিতে সাধ হয়

মরার করিনা ভয়, যানিতে সাধ হয়

আমার কি হবে গো,তোমিও বন্দু

ডুবিয়া মরিব আমি

তোমার রুপেরী, সাগরে ডুবিয়া মরিব আমি

তোমার রুপেরী, সাগরে ডুবিয়া মরিব আমি

মরার করিনা ভয়,যানিতে সাধ হয়

মরার করিনা ভয়, যানিতে সাধ হয়

আমার কি হবে গো, তোমিও বন্দু

ডুবিয়া মরিব আমি

তোমার রুপেরী সাগরে,ডুবিয়া মরিব আমি

তোমার রুপেরী সাগরে, ডুবিয়া মরিব আমি

ডুবুরী হইয়া রুপেরী

সাগরে,,,খুজিব সেই ভালোবাসা

তোমারি নয়নে,, নয়ন ও

রাখিয়া, মিটেনা মনেরি আশা

দেখিয়া তোমার মুখ,,পাগল হয়িবে লোক

দেখিয়া তোমার মুখ,,পাগল হয়েবে লোক

হইয়িব সেই রুপের আসামী বন্দু

ডুবিয়া মরিব আমি

তোমার রুপেরী, সাগরে ডুবিয়া মরিব আমি

তোমার রুপেরী, সাগরে ডুবিয়া মরিব আমি

মরার করিনা ভয়,যানিতে সাধ হয়

মরার করিনা ভয়,যানিতে সাধ হয়

আমার কি হবে গো,তোমি ও বন্দু

ডুবিয়া মরিব আমি

তোমার রুপেরী সাগরে,ডুবিয়া মরিব আমি

তোমার রুপেরী সাগরে,ডুবিয়া মরিব আমি

সারাটা জীবন, প্রেমেরি

আদরে রাখিব, এই বুকে করে

আমার ও পরানে,পরান ও

বাদিয়া, থাকি ও যনম দরে

তুমি সে প্রিয় জন, তোমায় নিয়ে সারাখন

তুমি সে প্রিয় জন, তোমায় নিয়ে সারাখন

করিব শুধু পাগলামী ও বন্দু

ডুবিয়া মরিব আমি

তোমার রুপেরী সাগরে, ডুবিয়া মরিব আমি

তোমার রুপেরী সাগরে, ডুবিয়া মরিব আমি

মরার করিনা ভয়,যানিতে সাধ হয়,

মরার করিনা ভয়,যানিতে সাধ হয়,

আমার কি হবে গো,তোমি ও বন্দু

ডুবিয়া মরিব আমি

তোমার রুপেরী সাগরে, ডুবিয়া মরিব আমি

তোমার রুপেরী সাগরে, ডুবিয়া মরিব আমি

Yahia'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin