menu-iconlogo
huatong
huatong
zubeen-garg-aaina-mon-vanga-aaina-cover-image

আয়না মন ভাঙ্গা আয়না Aaina Mon Vanga Aaina

Zubeen Garghuatong
nsathrehuatong
Şarkı Sözleri
Kayıtlar

ও ও ও .....ও ও ও ..

ও ও ও .....ও ও ও ..

আয়না মন ভাঙ্গা আয়না

যায়না ব্যথা ভোলা যায়না

সয়না এই ব্যথা যে সয়না

আয়না মন ভাঙ্গা আয়না

যায়না ব্যথা ভোলা যায়না

সয়না এই ব্যথা যে সয়না

ও মন কাদেরে কাদেরে কাদেরে

স্মৃতি মুছে না

ও মন কাদেরে কাদেরে কাদেরে

স্মৃতি মুছে না

আয়না মন ভাঙ্গা আয়না

যায়না ব্যথা ভোলা যায়না

সয়না এই ব্যথা যে সয়না

না রাখা কিছু কথা

সময়েরই ঝরা পাতা

দিয়ে যায় শুধু ব্যথা এই বুকে

থেমে যাওয়া সেই গানে

জমে থাকা অভিমানে

বৃষ্টি থামে না দুচোখে

ও মন কাদেরে কাদেরে কাদেরে

স্মৃতি মুছে না

ও মন কাদেরে কাদেরে কাদেরে

স্মৃতি মুছে না

আয়না মন ভাঙ্গা আয়না

যায়না ব্যথা ভোলা যায়না

সয়না এই ব্যথা যে সয়না

যত চাই ভুলে যেতে

মন চাই ব্যথা পেতে

তাই বুঝি প্রেম তাঁকে বলে না

নিবে যাওয়া আলো ছায়া

ছিলো যদি মিছে মায়া

বৃষ্টি কেনো তা বলে না

ও মন কাদেরে কাদেরে কাদেরে

স্মৃতি মুছে না

ও মন কাদেরে কাদেরে কাদেরে

স্মৃতি মুছে না

আয়না মন ভাঙ্গা আয়না

যায়না ব্যথা ভোলা যায়না

সয়না এই ব্যথা যে সয়না

Zubeen Garg'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin