menu-iconlogo
huatong
huatong
avatar

মন মানে নারে আমার মানে না-(আয়াত খাঁন)

[আয়াত খাঁন]huatong
بول
ریکارڈنگز
মেয়েঃমন মানে না রে আমার,মানে না হৃদয়

মন মানে না রে আমার,মানে না হৃদয়

যায় হারিয়ে এসো আজ ভুলে ডর ভয়

ভালোবাসা দিয়ে জীবন করেছি গো জয়

এসো এসো গো কাছে থাকো বুকেরি মাঝে

এসো এসো গো কাছে থাকো বুকেরই মাঝে

ছেলেঃমন মানে না রে আমার মানে না হৃদয়

যাই হারিয়ে এসো আজ ভুলে ডর ভয়

ভালোবাসা দিয়ে জীবন করেছি গো জয়

এসো এসো গো কাছে থাকো বুকেরি মাঝে

এসো এসো গো কাছে থাকো বুকেরি মাঝে

মেয়েঃএ জীবন মধুময়,তোমারই কারণ

এ সুখ ছিনিয়ে নেবে,শুধু গো মরণ

ছেলেঃও পৃথিবীর মিথ্যে সব সত্য তুমি

তোমাকে ছাড়া কিছু বুঝিনা আমি

মেয়েঃতুমি শুধু যে আমার আমি শুধু যে তোমার

এ বাঁধন কোনদিনও খুলবার নয়

ছেলেঃএসো এসো গো কাছে থাকো বুকেরি মাঝে

এসো এসো গো কাছে থাকো বুকেরি মাঝে

ছেলেঃযে প্রেমে নেই বাঁধা সে প্রেমে কি সুখ

তুমি আমি দুজনার যত ঝড়া সুখ

মেয়েঃও যে বাঁধনে বেঁধেছ গো সে বাঁধন খোলো না

তোমারি বুকটা যে সুখেরই বিছানা

ছেলেঃভালোবাসা কোনদিন হয়না যে মলিন

পৃথিবীর ইতিহাস লেখা তাই হয়

মেয়েঃএসো এসো গো কাছে থাকো বুকেরি মাঝে

এসো এসো কাছে থাকো বুকেরই মাঝে

ছেলেঃমন মানে না রে আমার মানে না হৃদয়

যায় হারিয়ে এসো আজ ভুলে ডর ভয়

ভালোবাসা দিয়ে জীবন করেছি গো জয়

এসো এসো গো কাছে থাকো বুকেরই মাঝে

এসো এসো গো কাছে থাকো বুকেরই মাঝে

মেয়েঃআরে মন মানে না রে আমার মানে না হৃদয়

যাই হারিয়ে এসো আজ ভুলে ডর ভয়

ভালোবাসা দিয়ে জীবন করেছি গো জয়

এসো এসো গো কাছে থাকো বুকেরই মাঝে

এসো এসো গো কাছে থাকো বুকেরই মাঝে

ছেলেঃএসো এসো গো কাছে থাকো বুকেরই মাঝে

এসো এসো গো কাছে থাকো বুকেরই মাঝে

[আয়াত খাঁন] کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے