menu-iconlogo
logo

কে যেন গো ডেকেছে আমায়

logo
بول

ITYADI FAMILY

আ আ আ.......

কে যেন গো ডেকেছে আমায়

কে যেন গো ডেকেছে আমায়

মানে না নয়ন কেন ফিরে ফিরে চায়

কে যেন গো ডেকেছে আমায়

মরমিয়া........., মরমিয়া...........

মরমিয়া কেন লাগে না যে ভালো লাগে না?

লাগে না যে ভালো লাগে না

ফাগুন কেন ভালো লাগে না

ফাগুন কেন ভালো লাগে না

ফাগুন আগুন লাগে

মন কোনো কাজে লাগে না

ফাগুন আগুন লাগে

মন কোনো কাজে লাগে না

কি করিতে কি যে হয়ে যায়

মানে না নয়ন কেন ফিরে ফিরে চায়

কে যেন গো ডেকেছে আমায়

ITYADI FAMILY

দরদিয়া বলো, দরদিয়া বলো, বলো, বলো

দরদিয়া, দরদিয়া বলো, বলো, বলো, বলো

সে কি এলো, সে কি এলো না?

সে কি এলো, সে কি এলো না?

এলো না কেন বোঝে না যে মন

এলো না কেন বোঝে না যে মন

মন যদি বোঝে তবু এ নয়ন কেন বোঝে না?

মন যদি বোঝে তবু এ নয়ন কেন বোঝে না?

পথপানে চেয়ে দিন যায়

মানে না নয়ন কেন ফিরে ফিরে চায়?

কে যেন গো ডেকেছে আমায়

কে যেন গো ডেকেছে আমায় بذریعہ অনুরাধা পাডোয়াল - بول اور کور