তুমি ছিলেনা সেদিন
আকাশের তারাগুলো লুকিয়েছিল মেঘে
তুমি এলেনা সেদিন
জোনাকীরা বসে বসে ঘুমিয়েছিল রেগে
তুমি এলেনা সেদিন এলেনা সেদিন
অতীতের স্মৃতিগুলো তাই ভাবিয়েছিল জেগে
তুমি ছিলেনা সেদিন
আকাশের তারাগুলো লুকিয়েছিল মেঘে
তুমি এলেনা সেদিন
জোনাকীরা বসে বসে ঘুমিয়েছিল রেগে
তুমি এলেনা সেদিন এলে না সেদিন
অতীতের স্মৃতিগুলো তাই ভাবিয়েছিল জেগে
---অদৃশ্য---
তুমি আসবে বলেই অনেকটা
সময় দিয়েছি নিজেকে সাজাতে
যত কথা ছিল মনে জমিয়ে রেখেছি তোমাকে জানাতে
তুমি আসবে বলেই অনেকটা
সময় দিয়েছি নিজেকে সাজাতে
যত কথা ছিল মনে জমিয়ে রেখেছি তোমাকে জানাতে
তুমি এলেনা সেদিন এলেনা সেদিন
সবকিছু ভেঙে গেলো এক নিমিষেই
---অদৃশ্য---
তুমি আসবে বলে কত রাত
ঘুমোতে পারিনি অজানা খেয়ালে
যতটুকু দুঃখ ছিল সরিয়ে দিয়েছি সুখেরই আড়ালে
তুমি আসবে বলে কত রাত
ঘুমোতে পারিনি অজানা খেয়ালে
যতটুকু দুঃখ ছিল সরিয়ে দিয়েছি সুখেরই আড়ালে
তুমি এলেনা সেদিন এলে না সেদিন
সবকিছু ভেঙে গেলো এক নিমিষেই
তুমি ছিলেনা যেদিন
আকাশের তারাগুলো লুকিয়েছিল মেঘে
তুমি এলেনা যেদিন
জোনাকীরা বসে বসে ঘুমিয়েছিল রেগে
তুমি এলেনা যেদিন এলে না যেদিন
অতীতের স্মৃতিগুলো ভাবিয়েছিল জেগে
তুমি ছিলেনা যেদিন
আকাশের তারাগুলো লুকিয়েছিল মেঘে
তুমি এলেনা যেদিন
জোনাকীরা বসে বসে ঘুমিয়েছিল রেগে
তুমি এলেনা সেদিন এলেনা সেদিন
অতীতের স্মৃতিগুলো ভাবিয়েছিল জেগে