menu-iconlogo
huatong
huatong
بول
ریکارڈنگز
যদি ভূল করে তোমাকে চাই

বলো আমার কি দোষ

যদি মন ভালোবাসে তোমায়

বলি আমিও মানুষ

যদি ভূল করে তোমাকে চাই

বলো আমার কি দোষ

যদি মন ভালোবাসে তোমায়

বলি আমিও মানুষ

প্রিয়া ক্ষমা করো আমাকে

পারিনি ভূলে যেতে তোমাকে।

আমার কি দোষ আমি তো মানুষ

হোও,,আমার কি দোষ আমি তো মানুষ

শুধু কষ্ট কে সাথী করে

ভেবেছি চলে যাব বহু দূরে

শুধু কষ্ট কে সাথী করে

ভেবেছি চলে যাব বহু দূরে

তবু মন পিছু ফিরে চায়।

আমার কি দোষ আমি তো মানুষ

হোও,,আমার কি দোষ আমি তো মানুষ

শুধু স্মৃতি গুলো রেখো সাথে

কখনো যদি আমায় মনে পড়ে

শুধু স্মৃতি গুলো রেখো সাথে

কখনো যদি আমায় মনে পড়ে

তবু মন পিছু ফিরে চায়।

আমার কি দোষ আমি তো মানুষ

হোওওও,,আমার কি দোষ আমি তো মানুষ

যদি ভূল করে তোমাকে চাই

বলো আমার কি দোষ

যদি মন ভালোবাসে তোমায়

বলি আমিও মানুষ

যদি ভূল করে তোমাকে চাই

বলো আমার কি দোষ

যদি মন ভালোবাসে তোমায়

বলি আমিও মানুষ

প্রিয়া ক্ষমা করো আমাকে

পারিনি ভূলে যেতে তোমাকে।

আমার কি দোষ আমি তো মানুষ

হোও,,আমার কি দোষ আমি তো মানুষ

আমার কি দোষ আমি তো মানুষ

হোওওও,,আমার কি দোষ আমি তো মানুষ

️শুধু স্মৃতি গুলো রেখো সাথে ️

আইয়ুব বাচ্চু کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے

Amio Manush بذریعہ আইয়ুব বাচ্চু - بول اور کور