menu-iconlogo
huatong
huatong
avatar

Sakhhi thakuk bisal akash

আইয়ুব বাচ্চুhuatong
Orpo_ABS🇧🇩huatong
بول
ریکارڈنگز
সাক্ষী থাকুক বিশাল আকাশ

সাক্ষী থাকুক বিশাল আকাশ সাক্ষী জোছনার আলো

সাক্ষী আমার বুকের পাঁজর তোমায় বাসি ভালো

সাক্ষী থাকুক বিশাল আকাশ সাক্ষী জোছনার আলো

সাক্ষী আমার বুকের পাঁজর তোমায় বাসি ভালো

ঐ সাক্ষী থাকুক বিশাল আকাশ সাক্ষী জোছনার আলো

সাক্ষী আমার বুকের পাঁজর তোমায় বাসি ভালো

ভালোবেসে ধরছে বাজি কত মানুষ প্রাণ

চাইলে প্রমান নাও তুমিও পরখ করো টান

ভালোবেসে ধরছে বাজি কত মানুষ প্রাণ

চাইলে প্রমান নাও তুমিও পরখ করো টান

আজকে আমি যেমন আছি থাকবো তেমন কালও

সাক্ষী আমার বুকের পাঁজর তোমায় বাসি ভালো

সাক্ষী থাকুক বিশাল আকাশ সাক্ষী জোছনার আলো

সাক্ষী আমার বুকের পাঁজর তোমায় বাসি ভালো।

====================================

সার্বিক সহযোগিতায়ঃ ArifHossain_ABS

====================================

ছুঁয়ে বলি দুচোখ আমার দেহের ভেতর মন

তোমার মনের আধো অংশ বাঁচতে প্রয়োজন

ছুঁয়ে বলি দুচোখ আমার দেহের ভেতর মন

তোমার মনের আধো অংশ বাঁচতে প্রয়োজন

দুই মন মিলে একি হলেই পূর্ণতা প্রেম পেলো

সাক্ষী আমার বুকের পাজর তোমায় বাসি ভালো

সাক্ষী থাকুক বিশাল আকাশ সাক্ষী জোছনার আলো

সাক্ষী আমার বুকের পাঁজর তোমায় বাসি ভালো

সাক্ষী থাকুক বিশাল আকাশ সাক্ষী জোছনার আলো

সাক্ষী আমার বুকের পাঁজর তোমায় বাসি ভালো

সাক্ষী থাকুক বিশাল আকাশ সাক্ষী জোছনার আলো

সাক্ষী আমার বুকের পাঁজর তোমায় বাসি ভালো

সাক্ষী আমার বুকের পাঁজর তোমায় বাসি ভালো

সাক্ষী আমার বুকের পাঁজর তোমায় বাসি ভালো

আইয়ুব বাচ্চু کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے

Sakhhi thakuk bisal akash بذریعہ আইয়ুব বাচ্চু - بول اور کور