menu-iconlogo
logo

*মনের মানুষ পাইলাম রে বহু দিনের পরে

logo
بول
ছেলেঃ মনের মানুষ পাইলাম রে--এ,

মনের মানুষ পাইলাম রে,

বহু দিনের পরে,

ভালোবাইসা বুকের ভিতর

রাখিবো তোমারে,

আমি ভালোবাইসা বুকের ভিতর

রাখিবো তোমারে,

মেয়েঃ মনের মানুষ পাইলাম--রে ও,

মনের মানুষ পাইলাম রে,

বন্ধু এত দিনে,

আদর,দিয়া সোহাগ দিয়া,

রাখিবো যতনে,

আমি,আদর দিয়া সোহাগ দিয়া,

রাখিবো যতনে,

-=আপলোড বাই মজিবুর=-

ছেলেঃ বন্ধু তোমায় না পাইলে,

এ জীবন বৃথা যেত,

তোমায় পাইয়া বন্ধু আমার,

মনো প্রাণ ঝুরালো,

===============

বন্ধু তোমায় না পাইলে

এ জীবন বৃথা যেত,

তোমায় পাইয়া বন্ধু আমার,

মনো প্রাণ ঝুরালো,

মেয়েঃ মনের মানুষ পাইলাম রে

বন্ধু এত দিনে,

আদর দিয়া সোহাগ দিয়া,

রাখিব যতনে,

আমি আদর দিয়া সোহাগ দিয়া,

রাখিব যতনে,

ছেলেঃ মনের মানুষ পাইলাম রে,

বহু দিনের পরে,

ভালোবাইসা বুকের ভিতর,

রাখিব তোমারে,

আমি ভালোবাইসা,

বুকের ভিতর রাখিব তোমারে,

-=আপলোড বাই মজিবুর=-

মেয়েঃ প্রাণো বন্ধুর লাইগা বুঝি

আমার জনম হইছে রে,

জনম জনম ভালোবাইসা,

রাখিবো অন্তরে,

===============

প্রাণো বন্ধুর লাইগা বুঝি,

আমার জনম হইছে রে,

জনম জনম ভালোবাইসা,

রাখিবো অন্তরে,

ছেলেঃ মনের মানুষ পাইলাম রে,

বহু দিনের পরে,

ভালোবাইসা বুকের ভিতর,

রাখিব তোমারে,

আমি ভালোবাইসা বুকের ভিতর,

রাখিব তোমারে,

মেয়েঃ মনের মানুষ পাইলাম রে,

বন্ধু এত দিনে,

আদর দিয়া সোহাগ দিয়া,

রাখিব যতনে,

ছেলেঃ ভালোবাইসা বুকের ভিতর

রাখিব তোমারে,

মেয়েঃ আমি আদর দিয়া সোহাগ দিয়া

রাখিব যতনে,

====ধন্যবাদ====

*মনের মানুষ পাইলাম রে বহু দিনের পরে بذریعہ এন্ড্রু কিশোর ও সামিনা চৌধুরী/খাইরুন সুন্দরী - بول اور کور