menu-iconlogo
huatong
huatong
avatar

Aaj Ami Eka

কুমার শানু।huatong
༆⑅⃝🕊️🇱🆁🅱️🦋𝐑𝐢𝐟𝐚𝐭🦋🇧🇩huatong
بول
ریکارڈنگز
শিরোনাম:-আজ আমি একা নিঃস্ব অসহায়

ছায়াছবি: অন্নদাতা (২০০২)

কথা: গৌতম সুস্মিত

সুর: বাবুল বোস

কণ্ঠ: কুমার শানু

⫸=====Rifat=====⫷

আজ আমি একা নিঃস্ব অসহায়,

আপন তুই ছাড়া আর কেউ নেই,

আজ আমি একা নিঃস্ব অসহায়,

আপন তুই ছাড়া আর কেউ নেই,

ভুলে যেতে গিয়েও কেন বারে বারে,

ভেসে ওঠে তোর মুখ দুটি চোখেতেই,

আজ আমি একা নিঃস্ব অসহায়,

আপন তুই ছাড়া আর কেউ নেই,

তোকে যা দিয়েছি ব্যথা পেয়েছি দ্বিগুণ তার,

কী করে দেখাই তোকে এ বুকের হাহাকার,

তোকে যা দিয়েছি ব্যথা পেয়েছি দ্বিগুণ তার,

কী করে দেখাই তোকে এ বুকের হাহাকার,

ঘর ছেড়ে বাসা নিলি তুই এই মনেতেই,

ভেসে ওঠে তোর মুখ দুটি চোখেতেই,

আজ আমি একা নিঃস্ব অসহায়,

আপন তুই ছাড়া আর কেউ নেই,

আজ আমি একা নিঃস্ব অসহায়,

আপন তুই ছাড়া আর কেউ নেই,

স্বার্থের দুনিয়াটা হবে তোর চেনা,

আগুনে পুড়ে তুই হবি খাঁটি সোনা,

স্বার্থের দুনিয়াটা হবে তোর চেনা,

আগুনে পুড়ে তুই হবি খাঁটি সোনা,

দুঃখ যেন তুই না পাস কিছুতেই,

ভেসে ওঠে তোর মুখ দুটি চোখেতেই,

আজ আমি একা নিঃস্ব অসহায়,

আপন তুই ছাড়া আর কেউ নেই,

আজ আমি একা নিঃস্ব অসহায়,

আপন তুই ছাড়া আর কেউ নেই,

ভুলে যেতে গিয়েও কেন বারে বারে,

ভেসে ওঠে তোর মুখ দুটি চোখেতেই,

আজ আমি একা নিঃস্ব অসহায়,

আপন তুই ছাড়া আর কেউ নেই,

আজ আমি একা নিঃস্ব অসহায়

আপন তুই ছাড়া আর কেউ নেই,

⫸=ধন্যবাদ=⫷

কুমার শানু। کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے