menu-iconlogo
logo

একটা চিঠি দিলাম লিখে (অরিজিনাল) || সুরজিৎ পাল ||

logo
بول
ছায়াছবি ~ মন মানে না

কথা ~ পুলক বন্দ্যোপাধ্যায়

সঙ্গীত ~ বাবুল বোস

শিল্পী ~ কুমার শানু ও অলকা ইয়াগনিক

(অলকা) একটা চিঠি দিলাম লিখে.

মনের কথা. আজ তোমাকে.

দেখো যেন কেউ দেখেনা.

মন মানে না, আমার মন মানে না.

মন মানে না, আমার মন মানে না..

(শানু) একটা চিঠি দিলাম লিখে.

মনের কথা. আজ তোমাকে.

দেখো যেন কেউ দেখে না..

মন মানে না, আমার মন মানে না.

মন মানে না, আমার মন মানে না..

আপলোডার ~ সুরজিৎ পাল

অনুসরণ ~ Singer_Surajit (লহরী)

(অলকা) বুঝে নিও তুমি আজ কি কারণে

মন মানে না, কেন কোনো মানা

(শানু) ও. কখন পুরানো কোন খাঁচা ছেড়ে.

কোন আকাশে মেলে খুশির ডানা.

(অলকা) সীমানা কেন সে রাখে না.

(শানু) হা. অচেনা দূর’কে হয় চেনা.

(অলকা) একটা চিঠি দিলাম লিখে.

মনের কথা. আজ তোমাকে.

দেখো যেন কেউ দেখেনা.

মন মানে না, আমার মন মানে না.

মন মানে না, আমার মন মানে না..

আপলোডার ~ সুরজিৎ পাল

অনুসরণ ~ Singer_Surajit (লহরী)

(শানু) চিঠি পড়ে যেন দিওনা ফেলে

তুলে রেখো তোমার ভালোবাসা..

(অলকা) যখন খুশি তা পড়ে নিও আবার

তোমার মনেরই আলো আশা.

(শানু) এ চিঠি আর তো পাবে না.

(অলকা) কখনও হারিয়ে যাবে না

(শানু) একটা চিঠি দিলাম লিখে

(অলকা) মনের কথা. আজ তোমাকে.

(একসঙ্গে) দেখো যেন কেউ দেখে না

মন মানে না, আমার মন মানে না.

মন মানে না, আমার মন মানে না..

একটা চিঠি দিলাম লিখে (অরিজিনাল) || সুরজিৎ পাল || بذریعہ কুমার শানু ও অলকা ইয়াগনিক - بول اور کور