menu-iconlogo
huatong
huatong
-amar-moto-eto-sukhi-cover-image

Amar Moto Eto Sukhi আমার মত

খালিদ হাসান মিলুhuatong
scole_starhuatong
بول
ریکارڈنگز

আমার মতো এত সুখী

নয়তো কারো জীবন

কি আদর স্নেহ ভালবাসায়

জড়ানো মায়ার বাঁধন

জানি এ বাঁধন ছিড়ে গেলে কভু

আসবে আমার মরণ

আমার মতো এত সুখী

নয়তো কারো জীবন

নয়তো কারো জীবন

বুকে ধরে যত ফুল ফোটালাম

সে ফুলের কাঁটা ছাড়া কি পেলাম

ভাগ্যের পরিহাস এরই নাম

বুকে ধরে যত ফুল ফোটালাম

সে ফুলের কাঁটা ছাড়া কি পেলাম

ভাগ্যের পরিহাস এরই নাম

কেন নিয়তির কাছে বারে বারে

হেরে যায় মানুষ এমন

আমার মতো এত সুখী

নয়তো কারো জীবন

নয়তো কারো জীবন

সমাপ্ত

খালিদ হাসান মিলু کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے