তুমি ------
তুমি বলে ডাকলে বড় মধুর লাগে
তুমি বলে ডাকলে বড় মধুর লাগে
আজ থেকে আর আপনি বলে ডেকোনা
আমাকে আমাকে--
তুমি বলে ডাকলে বড় মধুর লাগে
-=আপলোড বাই মজিবুর=-
এই মিলনের ক্ষন ছোট ছোট---
ওই বিরহের রাত বড় বড়---
মিলনের ক্ষন ছোট ছোট---
ওই বিরহের রাত বড় বড়---
হাতে হাত রেখে চলো চলে যাই
ছেড়ো না, আমাকে, আমাকে--
তুমি --------
তুমি বলে ডাকলে বড় মধুর লাগে
-=আপলোড বাই মজিবুর=-
ঐ আকাশের মেঘ কালো কালো--
প্রিয়তমে সুর চোখ আরও কালো--
আকাশের মেঘ কালো কালো--
প্রিয়তমে সুর চোখ আরও কালো--
সূর্যের আলো সেতো কিছু নয়
মোর প্রেমিকার মুখ ঝলো মলো
সে আলোয়, ঢেকেছো আমাকে
তুমি -------
তুমি বলে ডাকলে বড় মধুর লাগে
-=আপলোড বাই মজিবুর=-
আজ বিকেলের রোদ ঝিলিমিলি--
চলো আরো কিছুক্ষণ খেলা করি--
বিকেলের রোদ ঝিলিমিলি--
চলো আরো কিছুক্ষণ খেলা করি--
হাসিখুশি দিয়ে মন ভরে থাক
কিছু কথা বিনিময় আজ হয়ে যাক
কথা দাও, কথা দাও, আমাকে
তুমি ------
তুমি বলে ডাকলে বড় মধুর লাগে
তুমি বলে ডাকলে বড় মধুর লাগে
আজ থেকে আর আপনি বলে ডেকোনা
আমাকে, আমাকে-
তুমি বলে ডাকলে বড় মধুর লাগে
তুমি বলে ডাকলে বড় মধুর লাগে--
====ধন্যবাদ====