চোখ ফেরানো যায় গো
The R B Family
তবু মন ফেরানো যায়...না
Azad Ahmed
চোখ ফেরানো যায় গো
তবু মন ফেরানো যায় না
কেমন করে রাখি ঢেকে
মনের খোলা আয়না
চোখ ফেরানো যায় গো
তবু মন ফেরানো যায় না
কেমন করে রাখি ঢেকে
মনের খোলা আয়না
চোখ ফেরানো যায় গো
This Track Credit By
Azad Ahmed
From - Super Singers Group
>>>>>>>>>><<<<<<<<<
রিম ঝিম ঝিম বৃষ্টি পরে
মনের মাঝে ঐ
বৃষ্টি ভেজা মিষ্টি মেয়ে
কই গো তুমি কই
(আহ্ ছাড়ো না)
কালো কেঁশের মেঘে ঢাকা
মধুর কামনা..
অমন করে তুমি তারে
লুকিয়ে রেখো না
লুকিয়ে রেখো না, রেখো না
চোখ ফেরানো যায় গো
তবু মন ফেরানো যায় না
কেমন করে রাখি ঢেকে
মনের খোলা আয়না
চোখ ফেরানো যায় গো
>>>>>>>>>>><<<<<<<<<
This Track Uploaded Azad Ahmed
>>>>>>>>>><<<<<<<<<
না হয় তুমি,একটু খানি
কাছে এলে গো
ক্ষতি কি আর আজকে যদি
পরশ দিলে গো
( যা দুষ্টু )
রুপোবতী আমায় তুমি
বারন করো না
মন নিলে গো মন দিতে হয়
তাও কি জানো না
তাও কি জানো না,জানো না
চোখ ফেরানো যায় গো
তবু মন ফেরানো যায় না
কেমন করে রাখি ঢেকে
মনের খোলা আয়না
চোখ ফেরানো যায় গো
তবু মন ফেরানো যায় না
কেমন করে রাখি ঢেকে
মনের খোলা আয়না
চোখ ফেরানো যায় গো
>>সমাপ্ত<<