বড়ো অভিমান করে, চলে গেছো,
আর, বলেই...গেছো, ফিরে আসবেনা..
বড়ো অভিমান করে, চলে গেছো,
আর, বলেই...গেছো ফিরে আসবেনা..
আমি জানি, হার মানবে,
তবু দূরে থাকা ভালোবাসবেনা...।
অভিমান করে, চলে গেছো,
আর, বলেই...গেছো, ফিরে আসবেনা...
Hamid_C_F_S & Sabinayasmin05
তাইতো আমি,পাইনা ভয়।
চাইনা পথ..কোনো সময়...।
তাইতো আমি পাইনা ভয়।
চাইনা পথ... কোনো সময়...।
আমি না কাঁদালে হাসালে,
তুমি কাঁদবেনা..., আর আসবেনা।
অভিমান...করে চলে গেছো,
আর, বলে গেছো, ফিরে আসবেনা..
আমারো তো সেই.. কথা, হয়, তোমায়..
কিছু বলা..না হয়, অখন্ড নীরবতা..।
আমারো তো সেই কথা, হয়, তোমায়
কিছু বলা..না হয় অখন্ড নীরবতা...।
একাতো কথা, হয় না তাই,
গানের সুরে, নিয়েছি ঠাঁই...
একাতো কথা, হয় না তাই,
গানের সুরে, নিয়েছি ঠাঁই...
আরো কতোদিন কে জানে,
তুমি, ফিরে আসার, স্রোতে ভাসবেনা...।
অভিমান করে, চলে গেছো,
আর, বলেই গেছো, ফিরে আসবেনা..
আমি জানি, হার.. মানবে,
তবু দূরে থাকা, ভালোবাসবেনা...।
অভিমান করে, চলে গেছো,
আর,বলেই...গেছো ফিরে আসবেনা