menu-iconlogo
huatong
huatong
-ami-ekta-jinda-lash-folk-studio-cover-image

Ami Ekta Jinda Lash_Folk Studio

নবধারাhuatong
༄bᵈ᭄🍁𝕄ℝ.𝕊𝔸𝕄🍁࿐নবধারাhuatong
بول
ریکارڈنگز
নবধারা সংগীত ভুবন

Mr.Sam

আমি একটা জিন্দা লাশ

কাটিস না রে জংলার বাঁশ

আমি একটা জিন্দা....লাশ

কাটিস না রে জংলার বাঁশ

আমার লাইগা সাড়ে তিন হাত কব......র খুঁড়িস না

আমি পীড়িতের অনলে পোড়া

মরার পরে আমায় পুড়িস না

থাকি না না ধিন ধিনা ধিনাক না না ধিন

থাকি না না ধিন ধিনা ধিনাক না না ধিন

ধিনাক দিনা না না থাক

আমি একটা জিন্দা লাশ

কাটিস না রে জংলার বাঁশ

আমি একটা জিন্দা লাশ

কাটিস না রে জংলার বাঁশ

আমার লাইগা সাড়ে তিন হাত কবর... খুঁড়িস না

আমি পীড়িতের অনলে পোড়া

মরার পরে আমায় পুড়িস না

তোরা মরার পরে আমায় পুড়িস না

নবধারা সংগীত ভুবন

Mr.Sam

হায়রে প্রেমে পোড়া যায় না চেনা

দেইখা শুধু মু.......খ

চেনা যায় যার জীবনে নাই

একটু মাত্র সুখ

হায়...............রেএকটুখানি সুখ!

হায়রে প্রেমে পোড়া যায় না চেনা

দেইখা শুধু মু.....খ.

চেনা যায় যার জীবনে নাই

বিন্দু মাত্র সুখ

হায়.......রে একটুখানি সুখ!

আমি যদি যাইগো মরে

আমার লাশটা বুকে ধরে

আমি যদি যাইগো মরে

আমার লাশটা বুকে ধরে

আমার লাইগা বন্ধু তোরা

কান্না জুড়িস না...

হায়রে আমার লাইগা বন্ধু তোরা

কান্না জুড়িস না...

আমি পীড়িতের অনলে পোড়া

মরার পরে আমায় পুড়িস না

তোরা মরার পরে আমায় পুড়িস না।

নবধারা সংগীত ভুবন

Mr.Sam

হায়রে বুকের ভিতর মারল অন্তর

সর্বহারা শো..............ক

আমার মতো কষ্ট যেন.

পায় না কোন লোক

যেন পায়............না কোন লোক

হায়রে বুকের ভিতর মারল অন্তর

সর্বহারা শো............ক

আমার মতো কষ্ট যেন

পায় না কোন লোক

যেন পায়..........না কোন লোক

মনেরে বুঝাইলাম কত

হইল না তো মনের মত

মনেরে বুঝাইলাম কত

পাইলাম না তো মনের মত

মিছে আশায় কারও পিছে

মন আর ঘুরিস না...

হায়রে মিছে আশায় কারও পিছে

মন আর ঘুরিস না...

আমি পীড়িতের অনলে পোড়া

মরার পরে আমায় পুড়িস না

তোরা মরার পরে আমায় পুড়িস না

আমি একটা জিন্দা লাশ

কাটিস না রে জংলার বাঁশ

আমি একটা জিন্দা....লাশ

কাটিস না রে জংলার বাঁশ

আমার লাইগা সাড়ে তিন হাত কব.......র খুঁড়িস না

আমি পীড়িতের অনলে পোড়া

মরার পরে আমায় পুড়িস না

তোরা মরার পরে আমায় পুড়িস না

তোরা মরার পরে আমায় পুড়িস না

তোরা মরার পরে আমায় পুড়িস না

নবধারা کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے