menu-iconlogo
huatong
huatong
avatar

তোমার কাজল কেশ

বশির আহমেদhuatong
Azam_7811384huatong
بول
ریکارڈنگز
তোমার কাজল কেশ ছড়ালো বলে

এই রাত এমন মধুর

তোমার কাজল কেশ ছড়ালো বলে

এই রাত এমন মধুর

তোমার হাসির রং লাগলো বলে

তোমার হাসির রং লাগলো বলে

দোলে ঐ বনের মুকুল।।

তোমার কাজল কেশ ছড়ালো বলে

এই রাত এমন মধুর।

~~~~~~~~~~~~~~~~

এই ঘন কুন্তল বন্যা

কে দিলো তোমায় বলো কন্যা

এই ঘন কুন্তল বন্যা

কে দিলো তোমায় বলো কন্যা

অধরে কে দিলো বলো জড়ায়ে

ফাল্গুনি হাসির সুর~~

তোমার কাজল কেশ ছড়ালো বলে

এই রাত এমন মধুর।

~~~~~~~~~~~~~~

আমার গানের কলি ভ্রমর হয়ে

তোমারে সুধায় যদি তা

তুমি বলবে কি তা।

তুমি বলবে কি তা।

~~~~~~~~~~~~~~~~

এই রাত ঘন নিশি গন্ধা

আখিরে ভুলায় বুঝি তন্দ্রা

এই রাত ঘন নিশি গন্ধা

আখিরে ভুলায় বুঝি তন্দ্রা

কে দিলো আমার নিশি ভরায়ে

তোমার হাসির মধু।।

তোমার কাজল কেশ ছড়ালো বলে

এই রাত এমন মধুর

তোমার কাজল কেশ ছড়ালো বলে

এই রাত এমন মধুর

~~~~~~~~~~~~~~~

বশির আহমেদ کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے