menu-iconlogo
logo

এই দুনিয়ায় ভাই সবই হয়_অদৃশ্য

logo
بول
রা রা রা রা উম উম উম

তারারাম পাম রাম পাম পাম

_________অদৃশ্য

এই দুনিয়ায় ভাই সবই হয়

ভাই সবই হয় সব সত্যি, সব সত্যি

এই দুনিয়ায় ভাই সবই হয়

ভাই সবই হয় সব সত্যি, সব সত্যি

ঘুরিয়েই দুনিয়ার লাট্টু

ভগবান হারিয়েছ লেত্তি

ঘুরিয়েই দুনিয়ার লাট্টু ভগবান,

তুমি হারিয়েছ লেত্তি

সব সত্যি

এই দুনিয়ায় ভাই সবই হয় ভাই সবই হয়

সব সত্যি, সব সত্যি

_________অদৃশ্য

ধর , ধরে নাও

এই বুক থেকে আমি কলজেটা ছিঁড়ে যদি

রাখি এই মানিব্যাগেতে

আর মানিব্যাগ থেকে এই টাকাটাকে নিয়ে যদি

রাখি পাঁজরার ফাঁকেতে—বুঝলেনা

এই বুক থেকে আমি কলজেটা ছিঁড়ে যদি

রাখি এই মানিব্যাগেতে

আর মানিব্যাগ থেকে এই টাকাটাকে নিয়ে যদি

রাখি পাঁজরার ফাঁকেতে

এই টাকাটা তো চলবেই

ধক ধক ধক ধক চলবেই

এই টাকাটা তো চলবেই

ধক ধক ধক ধক চলবেই

শুধু কলজেটা যাও ভাঙাতে

কিছু মিলবে না এক রত্তি

শুধু কলজেটা যাও ভাঙাতে কিসসু মিলবে না এক রত্তি

সব সত্যি

এই দুনিয়ায় ভাই সবই হয় ভাই সবই হয়

সব সত্যি, সব সত্যি

_________অদৃশ্য

আবার বলছি, শোন

রাম ভুগছিল বড় সর্দি কাশিতে আমি নিয়ে এলুম ধরে বদ্যি

তাসে ছোট এক ভুলচুকে শ্যামকেই দিল ঠুকে শিবাদল কিছু রদ্দি

বুইছো না,

রাম ভুগছিল বড় সর্দি কাশিতে আমি নিয়ে এলুম ধরে বদ্যি

তাসে ছোট এক ভুলচুকে শ্যামকেই দিল ঠুকে শিবাদল কিছু রদ্দি

তার ফলম ফলৌ ফলাঃ কি যে হল

ধড়ফড় করে যদু মারা গ্যালো

তার ফলম ফলৌ ফলাঃ কি যে হল

ধড়ফড় করে যদু মারা গ্যালো

তাই শুনে মধুর বৌ সহসা

হল সদ্য বিধবা এও সত্যি

তাই শুনে মধুর বৌ সহসা

হল সদ্য বিধবা এও সত্যি মাইরি সত্যি তিন সত্যি

এই দুনিয়ায় ভাই সবই হয়

ভাই সবই হয় সব সত্যি, সব সত্যি

এই দুনিয়ায় ভাই সবই হয়

ভাই সবই হয় সব সত্যি, সব সত্যি

_______RΞZΛ

এই দুনিয়ায় ভাই সবই হয়_অদৃশ্য بذریعہ মান্নাদে - بول اور کور