menu-iconlogo
huatong
huatong
-shahidul-islam-cover-image

এক নির্জন সৈকতে বসেছিলে \\ Shahidul islam

মান্নাদেhuatong
100033720688huatong
بول
ریکارڈنگز
আপলোড *বাই*শহিদুল *ইসলাম

এক নির্জন সৈকতে বসেছিলে

এক নির্জন সৈকতে বসেছিলে

তোমাকে লাগছিল কি দারুন মিষ্টি!

সূর্যের শেষ আলো তোমাকে সাজিয়ে দিল

আকাশের চোখে তাই বিহ্বল দৃষ্টি

নির্জন সৈকতে বসেছিলে

এক নির্জন সৈকতে বসেছিলে

আপলোড *বাই*শহিদুল *ইসলাম

মনে হলো তুমি এক সুন্দরী নায়িকা

পথ ভুলে এখানে এসেছো একা

====================

মনে হলো তুমি এক সুন্দরী নায়িকা

পথ ভুলে এখানে এসেছো একা

সূর্য ডোবার পরে তোমাকে পাঠালো চাঁদ

একরাশ জোৎস্নার বৃষ্টি

আকাশের চোখে তাই বিহ্বল দৃষ্টি

নির্জন সৈকতে বসেছিলে

এক নির্জন সৈকতে বসেছিলে

আপলোড *বাই*শহিদুল *ইসলাম

তুমি সাগরের জলে যেই

আলতো করে পা ছোঁয়ালে

তুমি সাগরের জলে যেই

আলতো করে পা ছোঁয়ালে

শুনলাম কত সুর সুমধুর

ঝিনুকের বাদলে

===============

মনে হয়, বিধাতা বহু সাধনাতে

গড়েছে তোমাকে নিজেরই হাতে

================

মনে হয়, বিধাতা বহু সাধনাতে

গড়েছে তোমাকে নিজেরই হাতে

তোমার কাছে যেন মলিন হয়েছে আজ

পৃথিবীর আর সব সৃষ্টি

আকাশের চোখে তাই বিহ্বল দৃষ্টি

নির্জন সৈকতে বসেছিলে

তোমাকে লাগছিল কি দারুন মিষ্টি!

সূর্যের শেষ আলো তোমাকে সাজিয়ে দিল

আকাশের চোখে তাই বিহ্বল দৃষ্টি

নির্জন সৈকতে বসেছিলে

এক নির্জন সৈকতে বসেছিলে

মান্নাদে کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے