menu-iconlogo
huatong
huatong
avatar

এ জীবনে যত ব্যাথা পেয়েছি

মান্নাদেhuatong
Hamid___🆆🅴huatong
بول
ریکارڈنگز
এ জীবনে, যত ব্যাথা পেয়েছি

তুমি যে দিয়েছ সবই ভুলায়ে...

মুছায়ে দিয়েছো আঁখি জল....

কোমল পরশ তব বুলায়ে..এএ

এ জীবনে যত ব্যাথা পেয়েছি..

তুমি যে দিয়েছ সবই ভুলায়ে....

মুছায়ে দিয়েছো আঁখি জল....

কোমল পরশ তব বুলায়ে

Hamid_WE & sabinayasmin05

আহত এ ঝড়ের পাখিরে...

ঠাঁই দিলে বক্ষেরো নীড়ে...

আহত এ ঝড়ের ও পাখিরে

ঠাঁই দিলে বক্ষেরো নীড়ে..

মোর আঁধারো গগনে

চাঁদ হয়ে, হৃদয় সাগরে দিলে দুলায়ে~~

কোমল পরশ তব বুলায়ে

এ জীবন মরুসম ছিলো গো..

তুমি সেথা আনিলে বসন্ত...

এ জীবন মরুসম ছিল গো...

তুমি সেথা আনিলে বসন্ত.....

বুঝিলাম ধরণী তে রয়েছে....

বুঝিলাম ধরণী তে রয়েছে...

আলো গান মাধুরী অনন্ত

দুঃখেরো শত বরষাতে....

বলেছো যে আমি আছি সাথে..

দুঃখেরো শত বরষাতে...

বলেছো যে আমি আছি সাথে..

তুমি ভালোবেসে জাগালে তারে

ছিল যে প্রেম মরণ ঘুমে ঘুমায়ে

কোমল পরশ তব বুলায়ে

এ জীবনে যত ব্যাথা পেয়েছি

তুমি যে দিয়েছো সবই ভুলায়ে

মুছায়ে দিয়েছো আঁখিজল

কোমল পরশ তব বুলায়ে

কোমল পরশ তব বুলায়ে..

মান্নাদে کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے