আমি তোর চোখের দিকে তাকিয়ে কিছু বলতে চাই তোকে
অসম্ভব সুন্দর তার চোখ ?
মিথ্যা প্রতিশ্রুতিতে শুধুই নামমাত্র সম্পর্কে জড়িয়ে নিজেকে হারিয়ে ফেলে!
অবহেলা' খুব ভয়ানক জিনিস!একমাত্র সেই এর যন্ত্রণা উপলব্ধি করতে পারে,যে কারো কাছ থেকে অবহেলা পেয়েছে কিংবা প্রতিনিয়ত পেয়েই যাচ্ছে!
যারা অতি গুরুত্বে অবহেলার মাত্রা বাড়িয়ে দেয়,তারা কখনোই অভিমানের ভাষা বুঝতে পারে না,বুঝার চেষ্টাও করে না কখনোই!আর যদি তারা অভিমান আদৌ বুঝতে পারতো তবে কখনোই অবহেলা করতো না,মানুষটাকে অন্তত বুঝার চেষ্টা করতো।