জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি
Janite Chai Doyal Tomar
শিল্পীঃ রিংকু / Rinku
কথা ও সুরঃ বিজয় সরকার
Home Chord : F Major
Khondokar Ali
জানিতে চাই দয়াল তোমার
আসল নামটা কি? আমি
জানিতে চাই দয়াল তোমার
আসল নামটা কি?
আমরা বহু নামে ধরাধামে
বহু নামে ধরাধামে
কত রকমে ডাকি?
জানিতে চাই দয়াল তোমার
আসল নামটা কি? আমি
জানিতে চাই দয়াল তোমার
আসল নামটা কি?
Khondokar Ali
কেউ তোমায় বলে ভগবান
আবার গড কেউ করে আহ্বান।
কেউ খোদা, কেউ জিহুদা,
কেউ কয় পাপীয়ান। আবার,
কেউ খোদা, কেউ জিহুদা,
কেউ কয় পাপীয়ান।
গাইলাম জনম ভরে মুখস্থ গান
গাইলাম জনম ভরে মুখস্থ গান
মুখ বুলা টিয়াপাখী
জানিতে চাই দয়াল তোমার
আসল নামটা কি? আমি
জানিতে চাই দয়াল তোমার
আসল নামটা কি?
Khondokar Ali
সর্ব শাস্ত্রে শুনিতে যে পাই,
তোমার নাকি পিতামাতা নাই।
তবে তোমার নাম করন কে করলে সাঁই
বসে ভাবি তাই। তোমার,
নাম করন কে করলে সাঁই
বসে ভাবি তাই।
তুমি নামি কি অনামি হে সাঁই,
তুমি নামি কি অনামি হে সাঁই,
আমরা তার বুঝি বা কি!
জানিতে চাই দয়াল তোমার
আসল নামটা কি? আমি
জানিতে চাই দয়াল তোমার
আসল নামটা কি?
Khondokar Ali
আবার, কেহ পিতা কেহ পুত্র কয়,
ওরে, বন্ধু বলে কেউ দেয় পরিচয়।
তুমি,
সকলেরই সকল আবার কারো কিছুই নয়। তুমি,
সকলেরই সকল আবার কারো কেহ নয়।
তোমার যে আসল পরিচয়,
তোমার যে আসল পরিচয়,
কে জানে তা কি না কি!
জানিতে চাই দয়াল তোমার
আসল নামটা কি? আমি
জানিতে চাই দয়াল তোমার
আসল নামটা কি?
Khondokar Ali
পাগল, বিজয় বলে মনের কথা কই
আমি খাঁটি ভাবের পাগল নই।
আমার গোল বেঁধেছে মনের মাঝে
কাজেই পাগল হই, আমার
গোল বেঁধেছে মনের মাঝে
কাজেই পাগল হই।
আমার বুকে যা নাই মুখে তা কই
আমার বুকে যা নাই মুখে তা কই
কাঁটা কান চুলে ঢাকি।
জানিতে চাই দয়াল তোমার
আসল নামটা কি? আমি
জানিতে চাই দয়াল তোমার
আসল নামটা কি?
আমরা বহু নামে ধরাধামে
বহু নামে ধরাধামে
কত রকমে ডাকি?
জানিতে চাই দয়াল তোমার
আসল নামটা কি? আমি
জানিতে চাই দয়াল তোমার
আসল নামটা কি? আমি
জানিতে চাই দয়াল তোমার
আসল নামটা কি? আমি
জানিতে চাই দয়াল তোমার
আসল নামটা কি? ই ই ই
Khondokar Ali
Thank You So Much