-=শিল্পী:- রিংকু=-
-=ফেমেলি:- SRF & RMP=-
-=আপলোড বাই রিপন=-
-=অপেক্ষা করুন=-
বন্ধু কালিয়া, আইসো বন্ধু জগৎ বন্ধুরে
বন্ধু কালিয়া, আইসো বন্ধু জগৎ বন্ধুরে~
ছাড়িয়া না যাইয়ো মোরে প্রেমানলও দিয়া
ছাড়িয়া না যাইয়ো মোরে প্রেমানলও দিয়া~
বন্ধু কালিয়া, আইসো বন্ধু জগৎ বন্ধুরে
বন্ধু কালিয়া, আইসো বন্ধু, জগৎ বন্ধুরে~~
-=আপলোড বাই রিপন=-
নিষ্ঠুরও জানিয়া মোরে
না যাইয়ো ছাড়িয়া~
নিষ্ঠুরও জানিয়া মোরে
না যাইয়ো ছাড়িয়া~
প্রাণো রক্ষা করো তুমি দরশনও দিয়া
প্রাণো রক্ষা করো তুমি দরশনও দিয়া
বন্ধু কালিয়া, আইসো বন্ধু জগৎ বন্ধুরে
বন্ধু কালিয়া, আইসো বন্ধু, জগৎ বন্ধুরে~~
-=আপলোড বাই রিপন=-
প্রেমানলে অঙ্গ জ্বলে, সহিতে না পারি~
প্রেমানলে অঙ্গ জ্বলে, সহিতে না পারি~
স্বরণেতে শুনিবারে, মুকুন্ধ মুরারি~
স্বরণেতে শুনিবারে, মুকুন্ধ মুরারি~
বন্ধু কালিয়া, আইসো বন্ধু জগৎ বন্ধুরে
বন্ধু কালিয়া, আইসো বন্ধু, জগৎ বন্ধুরে~~
-=আপলোড বাই রিপন=-
প্রেমও সুরে বাজায় বাঁশি
রশিক বন্ধুয়ায়~
প্রেমও সুরে বাজায় বাঁশি
রশিক বন্ধুয়ায়~
অবলার প্রাণে সুরেতে
সুরে মন মজায়~
অবলার প্রাণে সুরেতে
সুরে মন মজায়~
বন্ধু কালিয়া, আইসো বন্ধু জগৎ বন্ধুরে
বন্ধু কালিয়া, আইসো বন্ধু, জগৎ বন্ধুরে~~
-=আপলোড বাই রিপন=-
শীতলং ফকিরে বলে
না ভজিনো প্রিয়া~
শীতলং ফকিরে বলে
না ভজিনো প্রিয়া~
ভয় নাই যার বন্ধু কলঙ্কি জানিয়া
ভয় নাই যার বন্ধু কলঙ্কি জানিয়া~
বন্ধু কালিয়া, আইসো বন্ধু জগৎ বন্ধুরে
বন্ধু কালিয়া, আইসো বন্ধু, জগৎ বন্ধুরে~
ছাড়িয়া না যাইয়ো মোরে প্রেমানলও দিয়া
ছাড়িয়া না যাইয়ো মোরে প্রেমানলও দিয়া~
বন্ধু কালিয়া, আইসো বন্ধু জগৎ বন্ধুরে
বন্ধু কালিয়া আইসো বন্ধু, জগৎ বন্ধুরে~~
-====সমাপ্ত====-